অ্যাগনোডিস (Agnodice): প্রাচীন গ্রীসের প্রথম মহিলা ডাক্তার


অ্যাগনোডিস এর গল্প বলি। গল্প বলছি একারনে, কারন অনেক গ্রীক স্কলারই অ্যাগনোডিসকে একটা মিথ বলেছেন। 

প্রায় ২০০০ বছর আগের কথা। তখনো নারীবাদের জন্ম হয়নি। প্রাচীন গ্রীসে মেয়েদের পড়ালেখা তখন নিষিদ্ধ ছিল। তাদের কাজ ছিল শুধু পুরুষের মনোরঞ্জন আর সন্তান উৎপাদন করা। 

অ্যাগনোডিস এর জন্ম মোটামুটি সেই সময়ে, ৩০০ খ্রিঃপূঃ। ছোটবেলা থেকেই তার নাকি শখ ছিল একদিন ডাক্তারি শাস্ত্র পড়ে গ্রিসের মহিলাদের সাহায্য করার। তখনকার নারীদের প্রসবকালীন সবকিছুই শুধুমাত্র অন্য মহিলা আর বাড়ির বয়স্কদের দিয়ে করানো হত। অনেকটা আমাদের ভারতীয় উপমহাদেশে যুগযুগ ধরে চলে আসা ব্যবস্থার মত। গ্রিসের লোকজন রক্ষনশীল ছিল নাকি তাদের দৃষ্টিতে নারীদের জন্মদান প্রক্রিয়া একটা তুচ্ছ ঘটনা ছিল সেটা নিয়ে আলোচনা হতে পারে। সন্তান প্রসবে ডাক্তারের ভুমিকা ছিল না বললেই চলে।

অ্যাগনোডিস এই নিয়ম ভাঙ্গতে চাইলেন, তিনি ডাক্তারি শাস্ত্র পড়তে গেলেন আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে। নিজের চুল ছোট করে কেটে, পুরুষের পোষাক পরে তিনি ডাক্তারি শাস্ত্র শিক্ষাও শেষ করলেন একসময়। 

অ্যাগনোডিস (Agnodice): প্রাচীন গ্রীসের প্রথম মহিলা ডাক্তার 1

একদিন এথেন্সের রাস্তায় হাঁটার সময়  তিনি প্রসূতি এক মহিলার কান্না শুনতে পান। ছুটে যান অ্যাগনোডিস। কিন্তু বিধি বাম, প্রসব ব্যথায় কাতর মহিলাটি চাননি যে অ্যাগনোডিস তাকে স্পর্শ করুক। কারণ সে ভেবেছিল অ্যাগনোডিস একজন পুরুষ। সমাজের কাছে হেয় হবার থেকে মৃত্যুই শ্রেয়।

উপায় না দেখে অ্যাগনোডিস তার জামাকাপড় খুলে প্রমাণ করেছিলেন যে তিনি একজন মহিলা এবং মহিলাকে তার সন্তান প্রসব করতে সাহায্য করেছিলেন।

এরপর আরো নানা জায়গায় নিজেকে মহিলা প্রমান করে অ্যাগনোডিস গ্রীসের নারীদের চিকিৎসা করেন।

অ্যাগনোডিস এর গল্প শীঘ্রই গ্রীসের বাকি মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ মহিলারা অ্যাগনোডিসের কাছে যেতে শুরু করে। 

গ্রীসের পুরুষ চিকিৎসকরা অ্যাগনোডিসের এই নামডাক আর যশে ঈর্ষান্বিত হয়ে ওঠে। তারা অ্যাগনোডিসকে অভিযুক্ত করে মহিলা রোগীদের প্রলুব্ধ করার জন্য। তার বিচারের সময়, অ্যাগনোডিস আদালতের সামনে দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন যে তিনি একজন মহিলা। 

কিন্তু এবার তাকে মেডিসিন অধ্যয়ন করা এবং একজন মহিলা হিসাবে ওষুধ অনুশীলন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এই খবর চাউর হতে বেশি সময় নেয়নি। ফুসে ওঠে গ্রীসের নারীরা। বিশেষ করে বিচারকদের স্ত্রীরা, তারা অ্যাগনোডিস এর প্রতি এই অবিচার সহ্য করতে পারেনি। তাদের কেউ কেউ নাকি বলেছিলেন, যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয়, তবে তারা আত্মহত্য করবেন। 

অ্যাগনোডিস (Agnodice): প্রাচীন গ্রীসের প্রথম মহিলা ডাক্তার 2
কর্মক্ষেত্রে অ্যাগনোডিস এর এই ফলকটি ইতালির ওস্টিয়াতে বানানো হয়েছিল।

বিচারকেরা তাদের স্ত্রী এবং অন্যান্য মহিলাদের চাপ সহ্য করতে না পেরে অ্যাগনোডিস এর উপর দেয়া আদেশ তুলে নেন। বলা যায় এরপর থেকেই মহিলাদের ঔষধ অনুশীলন করার অনুমতি দেওয়া হয় গ্রিসে। যদিও তখন তারা শুধুমাত্র মহিলাদেরই দেখাশোনা করতেন।

এভাবেই অ্যাগনোডিস ইতিহাসে অমর হয়ে গেছেন প্রথম নারী চিকিৎসক এবং গাইনোকলজিস্ট হিসেবে।

মতামত দিনঃ