আমার হবি?

জেবা মুনাওয়ারা লীনা


তুই কি আমার হবি ?
আমি তোর আধার রাতের জোৎস্না হবো,
শালিক ডাকা ভোর হবো,
প্রখর রোদের ছায়া হবো।

তুই কি আমার হবি?
আমি তোর ভর দুপুরের তৃষ্ণা হবো।
দুঃসময়ে বন্ধু হবো,
তোর গল্পের রাজা হবো।

তুই কি আমার হবি?
আমি তোর কুয়াশাচ্ছন্ন সকাল হবো।
বেলীফুলের সুবাস হবো,
রংধনুর সাত রঙে হারাবো।

তুই কি আমার হবি ?
আমি তোর সুখ হবো,
চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রুকণা হবো,
ঠোটের মৃদু হাসির কারণ হবো।

তুই কি আমার হবি ?
আমি তোর স্বপ্ন ছু’বো,
নির্জন বর্ষায় দু’জন ভেলায় ভাসবো,
আষাঢ়ে বন্দি প্রেমের কবিতা শোনাবো।

তুই কি আমার হবি ?
আমি তোর বামপাশের কম্পন হবো ,
মুখের না বলা ভাষা হবো,
শ্রাবণ মেঘের বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব।

তুই কি আমার হবি ?
আমি তোর ডানা হবো,
সন্ধাকালীন মায়া হবো,
অচেনা প্রিয় গন্ধ হবো।

তুই কি আমার হবি ?
আমি তোর বসন্তের বাতাস হবো,
চোখ বুজলে তোর ছায়া হবো,
হাজারো ভুলের বারণ হবো।

তুই কি আমার হবি ?
আমি তোর রোগের ঔষুধ হবো,
উড়ো চিঠির ঠিকানা হবো,
তোর কবিতার নামহীন ছন্দ হবো।

তুই কি আমার হবি?
আমি তোর আশির ঘরে তরুণ হবো।
অজস্র কথার ফুল ঝরাবো,
রঙ- বেরঙের ঘুড়ি উড়াবো।

তুই কি আমার হবি ?
আমি তোর পৃথিবী হবো।
দু’জন দু’জনার নিঃশ্বাস হবো,
ফুরোলেই এক কবরের বাসিন্দা হবো।

উৎসর্গঃ প্রিয় বন্ধুকে


আমার হবি? 1

জেবা মুনাওয়ারা লীনা, জন্মস্থান নরসিংদী। কবিতা লিখতে ও আবৃত্তি করতে ভালবাসেন। কবিতা আবৃত্তি ও অভিনয় প্রতিভার জন্য পুরষ্কার পেয়েছেন বেশকবার। “আবরণ” ও “মরণ ভেলা” নামের তার দুটি কবিতা বইমেলা ২০২১ এ স্থান পেয়েছে “প্রতিক্ষার প্রহর” ও “অশ্রুসিক্ত নয়ন” কাব্যগ্রন্থগুলিতে।

মতামত দিনঃ