আমি আড়ি, বড্ড অভিমানী!

ফাতিমা জান্নাত জুঁই


আমি আড়ি
বড্ড অভিমানী!
একটু রাগ,
ঝড়ো হাওয়া কালবৈশাখ।

আমি কষ্ট, আবেগ মাখা মুখ
নিজেকে লুকিয়ে রাখা,
স্তব্ধ পাথর, ঘাত-আঘাতের বহিঃপ্রকাশ;
আদরে, মায়ায় জড়িয়ে ধরা
উল্লাস সাগরের ঢেউ।

আমি শান্ত, চুপচাপ, লুটোপুটি খাওয়া
নদীর বুকে বয়ে যাওয়া মাঝির হাল,
একটু বাতাসে উঁচুতে ওড়া
নৌকার পাল।

আমি নদীর তীরে গড়ে উঠা
কিছু নদী ভাঙা বসতবাড়ি;
স্তুপে জমানো ভেসে যাওয়া
প্লাস্টিকের বোতল।

আমি লাল শালুকের ঝিলে
শালুক – শাপলা-
রক্ত ক্ষরণে রঞ্চিত, লজ্জিত দেহ
লাল শাড়িতে দাঁড়িয়ে থাকা
অপেক্ষাকৃত কারো বধূ।

আমি নীলিমার নীলাঞ্জনা
খঞ্জনে বাদ্যযন্ত্র
গ্রামের শিকড় কাদা মাখা
মাটির পুতুল।

আমি শিল্পীর আঁকা আকাশ
আলোর ছবি –
সূর্যের তেজে,
নিজেকে তেজস্ক্রিয় করা –
যন্ত্রনায় কাঁদরানো
ক্ষত বিক্ষত একরাশ পাথর দেহ।


ফাতিমা জান্নাত জুঁই 
২৩/০৫/২০২১

মতামত দিনঃ