Army of Thieves (2021) – মুভি রিভিউ


Army of Thieves (2021) - মুভি রিভিউ
  • কাহিনী
  • অভিনয়
  • মিউজিক
  • সিনেমেটগ্রাফী
4.4

অসাধারন বললে কম বলা হয় এই মুভিকে...

Army of the Thieves (2021) হচ্ছে Army of the Dead (2021) এর প্রিক্যুয়েল।

গল্পে Sebastian (Matthias Schweighöfer) দিনের বেলা একজন নরম স্বভাবের ব্যাঙ্ক টেলার হিসেবে কাজ করে আর রাতের বেলা ইউটিউবে তালা আর সেইফ খোলার বিশেষজ্ঞ হিসেবে ভিডিও দেয়। যদিও তার ইউটিউবে সফলতা প্রায় শুন্যের কোঠায়, কিন্তু তাকে এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে দেখা যায় না। 

হঠাত করে তার একটি ভিডিওতে একজন কমেন্ট করে এবং তাকে একটা ঠিকানা দিয়ে সেখানে দেখা করতে বলে। এভাবেই সে গোয়েনডোলিন (নাথালি এমমানুয়েল) এবং সে তাকে তার দলে নিয়োগ পায়। তারা সবাই মিলে তিনটি দূর্ভেদ্য সেইফ ভাঙার পরিকল্পনা করে।

মুক্তি কালঃ October 29, 2021
ডিরেক্টরঃ Matthias Schweighöfer
প্রিকুয়্যেল: Army of the Dead
প্লাটফর্মঃ Netflix

যেকোন মুভি দেখতে বসার পর যদি আপনি স্ক্রিনে আটকে যান আর মনেই না থাকে যে আপনি একটা মুভি দেখছেন, তবে সে মুভির নির্মাতা স্বার্থক।

Army of Thieves (2021) হচ্ছে Army of the Dead (2021) এর প্রিকুয়্যেল। যদি আপনি আগেই Army of the Dead দেখে থাকেন তবে চটজলদি ধরে ফেলতে পারবেন ব্যাংকের ভল্ট ভাঙ্গার পরিকল্পনা করার সময় জম্বি এটাক মাত্র শুরু হয়েছে।

মুভির একদম শেষে গিয়ে দেখানো হয় এটা আর্মি অব দ্যা ডেড এর প্রিক্যুয়েল।

স্পিন-অফ মুভি দেখতে বেশিরভাগ সময়েই ভাল লাগে না। ঘটনা কোন দিকে যায় কোন ঠিক ঠিকানা নেই, তারওপর অনেক সময় পরিচালক জগাখিচুড়ি বানিয়ে সবাইকে খাওয়াতে গিয়ে নিজেরই পাতলা পায়খানা হবার দশা থাকে মুভিতে।

অবাক করা বিষয় – এই স্পিনঅফ মুভি দেখতে কখন যে বুঁদ হয়ে গেলাম টেরই পেলাম না। প্রানবন্ত অভিনয় অবশ্যই আছে, এদের নায়ক নায়িকার নাম মনে রাখা কষ্টকর, রাশিয়ান নাম এমনিতেই আমার মনে থাকে কম, কিন্তু সেরা অভিনয় দিয়ে সেবাস্টিয়ান (Matthias Schweighöfer) পুরোটা সময় আপনাকে আটকে রাখবে পর্দায়।

তালা ভাঙ্গার গল্প যেভাবে পুরো মুভিতে বর্ননা করা হয়েছে সেটা একটা অন্য রকম আবহ তৈরি করেছে ছবিতে। বিশেষ করে যখন নর্স মিথোলজির গল্প বলা শুরু করে আমাদের ছবির মূল চরিত্র তখন বেশ রহস্যময় একটা আবহ তৈরি হয়।

এটাকে ঠিক সাসপেন্স বা একশন বলা যাবে না, আবার ছবিতে কমেডিও আছে, তবে আমাকে আটকে রাখার আর মুগ্ধ করার মূল কারন হল এর মিউজিক আর ক্যামেরার কাজ।

প্রথম থেকেই এমন একলয়ে বাঁধা চিত্রায়ন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকদিন পরে দেখলাম। ছবি দেখা নির্ভর করে আপনার মুডের উপর। মুড ভালো হলে অনেক হাস্যকর ছবিও আপনা ভালো লাগবে, আর মুড খারাপ হলে ইন্টারস্টেলারের মত মুভিকেও আপনার বাজে মনে হবে।

Army of the Thieves (2021) নিঃসন্দেহে তার সিকুয়েলের থেকে ভালো। ছবির গল্প মোটামুটি হলেও আমি ক্যামেরার কাজ, দৃশ্যায়ন আর মিউজিকে মজে গেছি।

জানেন কি এই ছবির মূল চরিত্রে অভিনয় করা Matthias Schweighöfer নিজেই পুরো ছবির ডিরেকশন দিয়েছেন? এবং্কি সেরাটাই না তিনি বেছে নিয়েছেন।

একটা সাধারন গল্পের মুভিকে কিভাবে অসাধারন ভাবে উপঅস্থাপন করা যায় সেটার জ্বলন্ত উধাহরন আর্মি অব দ্যা থিবস।

মতামত দিনঃ