Contract (2021) ওয়েব সিরিজ রিভিউ

কন্ট্রাক্ট (২০২১) ওয়েব সিরিজ রিভিউ


Contract (2021) ওয়েব সিরিজ রিভিউ
  • গল্প
  • অভিনয়
  • সিনেমেটগ্রাফী
  • মিউজিক
3

তারকাবহুল হতাশা দেখলাম এই ওয়েব সিরিজে

পিতৃ পরিচয়হীন এক কন্ট্রাক্ট কিলার ১৫ বছর আগের লুকিয়ে যাওয়া মাফিয়া ডনকে মারার কন্ট্রাক্ট হাতে নেয়। সাথে জড়িয়ে যায় পলিটিশিয়ান আমুলিয়া, এনএসআই আর পুলিশ অফিসার বেগ।

একের পর এক যখন লাশ পড়তে থাকে তখন পুলিশ অফিসার রঞ্জু খুঁজে বেড়ায় কিলার এবং মাফিয়া ডন ব্লাক রঞ্জুকে। কিলার কি পুলিশের আগে রঞ্জুকে খুঁজে পাবে?

নামঃ Contract
প্রকাশকালঃ ১৮ মার্চ, ২০২১
ভাষাঃ বাংলা
পরিচালকঃ তানিম নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়
অভিনয়েঃ আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা, শ্যামল মাওলা, আয়শা খান, তারিক আনাম খান
অনলাইন প্লাটফর্মঃ Zee5

 

ওয়েব সিরিজের একটা রমরমা সিজন চলছে। বেশ কটি ওয়েব সিরিজ ভালো নামও করেছে। বাংলায় তাকদীর আর মহানগর এর মধ্যে অন্যতম।

কন্ট্রাক্ট (Contract) Zee5 এর ব্যানারে বানানো ওয়েব সিরিজ। থ্রিলার টাইপের একশন, হলিউডি কায়দায় দেখাতে গিয়ে সব গুবলেট হয়ে গেছে। নির্মাতাদের নিশ্চই অনেক বড় আশা ছিল এই সিরিজ নিয়ে। কাস্টিং দেখুন – আরেফিন শুভ, মিথিলা, চঞ্চল চৌধুরী, মম, শ্যামল মাওলার মত সব নামী অভিনেতারা এক সিরিজে।

কিন্তু এত এত নামী অভিনেতা -অভিনেত্রী নিয়েও সেরুপ কোন আশা জাগানিয়া গল্প বুনতে পারেনি কন্ট্রাক্ট সিরিজটি। প্রথম কথা হচ্ছে গল্প। গল্পের মূল মোহাম্মদ নাজিম উদ্দিন এর বই থেকে নেয়া হলেও তা পর্দায় ফুটিয়ে তুলতে পরিচালকদ্বয় ব্যর্থ। অভিনয়ের কমতি খুব একটা চোখে পড়বে না। এমনকি গুডি গুডি বয় টাইপের আরেফিন শুভও বেশ মানিয়ে নিয়েছেন নিজ চরিত্রে।

বারবার রি-ক্যাপ আর রাজনীতির অহেতুক প্যাচাল দিয়ে তাল কেটে ফেলেছেন পরিচালক। মিথিলার মূল চরিত্রের কাজ কি এটা ঠিকভাবে ফুটে ওঠেনি। অনেকটা সময় পেরিয়ে যায় গল্পের মূলে ঢুকতে। বুঝলাম থ্রিলার কিন্তু পর্দায় দেখানোর সময় সেটার একটা হিন্ট যদি দর্শক না পায় তবে সবকিছু কেমন যেমন জগা খিচুড়ি লাগে।

কিলার একের পর এক খুন করে যাচ্ছে পুলিশের নাকে্র ডগায়, পুলিশও খুঁজে যাচ্ছে, কিন্তু কোন ধরনের আসল ইনভেস্টিগেশনের নাম গন্ধ নাই। খালি এখান থেকে সেখানে ঘুরে বেড়া্নো আর একে ওকে অর্ডার করা। বলা যায় খুবই দূর্বল ভাবে উপস্থাপন। … আর এত সহজেই কিলার সব জায়গায় ঢুকে খুন করে ফেলতে পারছে সেটাও আশ্চর্য। একটা সময় আপনাকে ধরেই নিতে হবে কিলার আসলে এনএসআই এর লোক তাকে সাপোর্ট করছে বড় কেউ, যদিও পরে সেটা দেখানো হয় এবং অবসম্ভাবী ভাবে সে বেঁচে ফেরে এটাও শেষ দৃশ্যে দেখানো হয়।

একশন দৃশ্যগুলোও যথাযথভাবে ফুটে ওঠেনি। গুলির শব্দ, বন্ধুক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলিয়ে অ্যামেচার লেভেলের কাজ বলে মনে হয়েছে। তারিক আনাম আমার অনেক পছন্দের একজন অভিনেতা। তার দেহভঙ্গি আর উচ্চারন তাকে এরকম যেকোন হাই-প্রোফাইল চরিত্রেই মানিয়ে যাবে, কিন্তু এখানেও তার চরিত্রের পূর্নতা পায়নি।

বলতে গেলে আমি হতাশ। এত ভালো কাস্টিং নিয়ে আরো বেটার কিছু আশা করেছিলাম। চঞ্চল আর মমর অভিনয় যা একটু ন্যচারাল লেগেছে বাদ বাকি সব হেলায় হারিয়ে গেছে।

মতামত দিনঃ