Jodi Ekdin | যদি একদিন | মুভি রিভিউ


Movie : Jodi Ekdin | Official Trailer | যদি একদিন
Cast : Tahsan Rahman Khan, Srabanti Chatterjee, Taskeen Rahman
Director : Mohammad Mostafa Kamal Raz

গল্পঃ

ছবির শুরু হয় কিছু ইমোশনাল ডায়লগবাজি করে। তবে ব্যাকগ্রাউন্ডে সমুদ্রের দৃশ্যপট বেশ ভালো লেগেছে। রুপকথা এক ছোট্ট মেয়ে, আর তাকে ঘিরেই ছবির গল্প শুরু হয়। তার বাবার অফিস ব্যস্ততা সব কিছুর মাঝেও রুপকথার গল্পটাই বেশি প্রধান হয়ে ওঠে এখানে।

বাবার ভুমিকায় অভিনয় করা তাহসান বারবার জানায় রুপকথাকে ঘিরেই তার সব। রুপকথার মাকে একবারও মুভিতে দেখা যায় না। দর্শক ধরে নিতে পারে কিছু একটা সমস্যা নিশ্চই আছে।

রুপকথার বাবার জীবনে প্রেম আসি আসি করেও আসে না। কারন সেই রুপকথা। কিন্তু আসল সত্যটা কি তা মুভির শেষ দৃশ্যে না গেলে বোঝা যাবে না।

রুপকথার বাবার পরিচয়ে তাহসান, তার মায়ের রহস্য এবং সর্বপোরি বন্ধুত্বের পরীক্ষার প্রমান মেলে ছবির শেষ দৃশ্যে এসে

কিছু কথা না বললেই নয়, যেমন তাহসান আর তার অভিনয়। তাহসান কখনো জাত অভিনেতা হতে পারেননি। তার অভিনয় খুব মার্জিত আর গোছানো। তাকে শহুরে পরিবেশে রোবোটিক লাইফের লিড রোলেই মানায়।

চরিত্রের সাথে মিশে যাওয়ার যে ব্যপারটা আছে তা কখনোই তাহসান এর মাঝে দেখা যায়নি। যদি একদিন এই মুভি / টেলিফিল্ম এর ক্ষেত্রেও তাই হয়েছে।

এটাকে মুভি না বলে টেলিফিল্ম বলাই ভালো। কোন অভিনেতা বা অভিনেত্রীর ইম্প্রেশনে আমার মনে হয়নি একটা মুভি দেখছি।

যদিও বাংলা ছবির আকালের দিনে এইরকম ছবি আমাদের অনেক আমোদিত করবে। দর্শক আরো বেশি হলমুখী হবে। কিন্তু আমরা সেই বস্তা পঁচা কাহিনী থেকে এখনো বের হয়ে আসতে পারিনি।

অফিস থাকলে তাতে প্রেম থাকবে, কিছু লুইচ্চা থাকবে। সুন্দরী কলিগের সাথে প্রেম হবে। প্রেমে বিরহ হবে। এইগুলা সস্তা প্লটের সস্তা ডায়লগই ক্রিয়েট করবে।

Jodi Ekdin | যদি একদিন | মুভি রিভিউ
  • অভিনয়
  • কাহিনী
  • গান
  • চরিত্র
  • মিউজিক
  • সিনেমেটোগ্রাফী
3.4

যদি একদিন বাংলা মুভি রিভিউ

তাহসান বাংলাদেশের জনপ্রিয় গায়ক এবং অভিনেতা, শ্রাবন্তী চ্যাটার্জী কলকাতার প্রিয় মুখ। কারো অভিনয় প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই। তবে একথা বলা যায় নির্দ্বিধায়, তাহসানের থেকে শ্রাবন্তীর অভিনয় অনেক বেশি প্রানবন্ত আর রোমান্টিক লেগেছে এই ছবিতে।

ছবির গল্প খুব বেশি শক্ত নয়। বন্ধুত্বের প্রতি সম্মান আর প্রেম এই দুটো জিনিসের মাঝখানে রুপকথার বাবা বন্ধুত্বটাকেই বেছে নেয়। এটা একটা দূর্বল প্লট।

ছবি যারা দেখবেন, তারা তাহসান আর শ্রাবন্তীর জন্যই দেখবেন। যদি অল্প কথায় ছবির ব্যাখ্যা করতে হয় তবে দূর্বল গল্পে তাহসানের রোবোটিক অভিনয় আর স্লো অফিস প্রেমের কাহিনী এই ছবির মূল ইমেজটাকেই নষ্ট করেছে।

Sending
User Review
4.5 (2 votes)

মতামত দিনঃ