কেউ ভাবেওনি কোন দিন


যে তেলের জন্য একের পর এক
রক্তক্ষয়ী যুদ্ব দেখেছে এ বিশ্ব
রক্তে রঞ্জিত হয়েছে বারবার
কে জানতো
সেই তেল বিশ্ববাসির কাছে
এত মূল্যহীন হয়ে যাবে।

যে পরিবেশ দূষণ বন্ধের নামে
মাথামোটা চাটুকারদের
কত চাটুকারিতা দেখেছে বিশ্ব
কে জানতো
সবাইকে জিম্মি করে সে
তার দূষনমুক্ততা আদায় করে নেবে।

যে অর্থালোভে ট্রিলিয়ন ট্রিলিয়ন খুন
দেখেছে এ অভাগিনি ধারিত্রি
রক্ত ঝরিয়েছে প্রতিনিয়ত
কে জানতো
সেই “অর্থই সব” কথাটি
আবারো মিথ্যা প্রমানিত হবে।

যে ক্ষমতার দাপটে এ মর্ত
ক্ষত বিক্ষত হয়েছে বারবার
বিধ্বস্ত হয়েছে হিরোশিমা নাগাসাকি আর ট্রয়নগরি
কে জানতো
সেই ক্ষমতা অদৃশ্য এক সৈনিকের তান্ডবের
নিরব দর্শক হয়ে রবে।

যে নগরি তার কোলাহলে
নগরবাসিদের বিরক্ত করেছিল প্রতিনিয়ত
নিস্তব্ধতার বিরুদ্ধে যে সরব ছিল অবিরত
কে জানতো
সেই শহরই নিরব নিস্তেজ হয়ে
নিস্তব্ধতার আবেশে নিজেকে জড়িয়ে নেবে।

কে জানতো এমন হয়ে যাবে সব
কেউই জানতোনা, কেউ ভাবেওনি কোনদিন


কেউ ভাবেওনি কোন দিন 1

মোঃ আব্দুল গফুর, চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়নরত। বি.এ. সম্মান, তৃতীয় বর্ষ (ইংরেজী ভাষা ও সাহিত্য) ।
ফেইসবুকঃ md.abdulgopur.14

মতামত দিনঃ