Lady Killer – নাটক রিভিউ


https://www.youtube.com/watch?v=9K71ll38kBo

Bengal Classic Tea Presents “Lady Killer” Powered by PRAN Lacchi
Story, Screenplay, Dialogues n’ Direction : Mabrur Rashid Bannah
Head Of Brand : Farjanul Hoque
EP : Masud Ul Hasan
Concept : Sayed Zaman Shawon

Cast : Tahsan Khan, Nusrat Imrose Tisha, Siam Nasir, Jarin Khan Ratna n’ More …

Lady Killer - নাটক রিভিউ
  • গল্প
  • চরিত্র
  • অভিনয়
  • মিউজিক
  • সিনেমেটোগ্রাফি
3.8

Lady Killer - নাটক যেমন লেগেছে

নাটকটা আমি ইউটিউবে দেখেছি আপনার মতই। টিভিতে লাইভ হয়েছিল কিনা জানা নেই। তবে অনেকদিন পর একোটা নাটক দেখে একটু হলেও বিনোদিত হলাম। তিশার অভিনয় সবসময়ই সাবলীল আর তাহসান জাত অভিনেতা না হলেও এই নাটকে কিভাবে যেন উতরে গেছে।

নাহ, বলতে বাধা নেই মাব্রুর রশিদ বান্নাহ আসলেই গুনী একজন নাটক নির্মাতা। নির্মল বিনোদনের অনেক নাটক তার ঝুলিতে আছে।

তিশা এলাকায় ইভটিজিং রোখার জন্য একটা পান্ডা বাহিনী তৈরি করেছে। যেখানেই ইভটিজিং সেখানেই মাইর হয় তার নেতৃত্বে। এদিকেও তাহসান মোটামুটি বোকাসোকা একটা বলদা কিসিমের আঁতেল পোলা। যে ধীরে ধীরে মেয়েলি সুরে কথা বলে। লুতুপুতু তাহসান আরকি।

ঘটনা ক্রমে তিশা এবং তাহসানের পরিচয়। তিশার তার প্রেমে পড়ে যাওয়া এবং তিশা প্রেম প্রকাশের পরপরই তাহসানের উল্টা দৌড়। কমেডি তো আছেই।

ধন্যবাদ মাব্রুর রশদ বান্নাহকে পুরান মদ নতুন বোতলে খাওয়ানোর জন্য। রাম যত পুরানো হবে টেস্ট তার তত বাড়বে। 🙂

বাই দ্যা রাস্তা, এই নাটকে তিশার ডায়লগ ডেলিভারি আর স্ক্রিপ্ট এর প্রশংসা না করলে অপরাধ হবে, সেয়ানা মাল ঃ)।

Sending
User Review
3 (1 vote)

মতামত দিনঃ