Phoring (ফড়িং) Movie Review


ফড়িং মুভি রিভিউ
  • সিনেমেটোগ্রাফী
  • কাহিনী
  • অভিনয়
  • গান
  • চরিত্র
4.5

ফড়িং অনেক কৈশরের কথা বলে...

সদ্য শৈশব পেরুনো এক কিশোর যার বাস উত্তরবঙ্গের এক দরিদ্র শহরে। মিল বন্ধ হয়ে যাওয়ায় যেখানকার লোকজনের আয় প্রায় শুন্যের কোঠায় নেমে এসেছে। এরকমই এক শহরে ফড়িং থাকে।

তার শারীরিক পরিবর্তন, সামাজিক চেতনা বৃদ্ধি, নারীর প্রতি আকর্ষন সব কিছু ছাড়িয়েও এই ছবিতে গ্রাম বাংলার অসাধারন প্রাকৃতিক দৃশ্য আর এক কিশোরের নিখাদ ভালোবাসা চোখে পড়বে আপনার।

ফড়িং কালজয়ী কোন মুভি নয়, কিন্তু ফড়িং ফেলনাও নয়। আবেগ দিয়ে বানানো এক অসাধারন ফিল্ম ফড়িং, যাতে একটা বলার মত গল্প আছে। কিশোর মনের ক্ষুধা আর পরিবর্তনের চিহ্ন আছে।

ফড়িং না দেখে থাকলে দেখতে বসে যান, সময়টা মন্দ যাবে না।

Story: Phoring is a superhit bengali movie about An adolescent boy (Phoring) growing up in a back-of-beyond township in North Bengal. Surrounded by the lush Dooars countryside the town barely survives the shutdown of a factory and its jobless population. Maladjusted and a born loser, Phoring fights the voices in his head he calls God. And then a new teacher (Doel) arrives in school. Doel opens up his mind to things unknown and just when Phoring starts believing that this is not a dream, Doel disappears abruptly leaving behind a trail of doubt and suspicion. Phoring decides to go looking for her in Kolkata.

মতামত দিনঃ