প্রাক্তন –

মুমতাহিন হক


অনুভূতি

যেদিন সিদ্ধান্ত নিয়ে ছিলে আমার সাথে আর সম্পর্কে থাকতে চাও না সেদিন নিজের সিদ্ধান্তের গুরুত্ব দিয়েছিলে,আমার খারাপ লাগেনি এটা ভেবে যে তুমি তোমার মনের বিরুদ্ধে যাওনি। যেদিন বলেছিলে তুমি আমাকে ছাড়া খুব ভালো আছো সেদিন থেকে আমি আর তোমাকে চাইনি, তুমি ভালো আছো এটা জেনেই সন্তুষ্ট হয়েছি। তোমার প্রেমিকা যখন খুব গর্ব করে বলেছিলো যে তোমরা একে অপরকে খুব ভালোবাসো তা শুনে আমি খুব খুশি হয়ে ছিলাম কারণ তুমি এমন একজনকে পেয়েছো যে তোমাকে ভালোবাসে। আমি সবসময় চেয়েছি তুমি যেন ভালো থাকো। আমি প্রার্থনায় চেয়েছি তুমি যেন কখনো একা অনুভব না করো।
কিন্তু কখনো কি ভেবে দেখেছো আমার কি হবে? আমার কেমন লাগবে? আমি ভালো থাকবো কিনা?

তোমার মতো আমারও যে ভালোবাসা পেতে ইচ্ছা হয় তা কি বোঝো তুমি?

প্রাক্তন

আজকাল প্রাক্তন জিনিসটা শুনলে আর প্রেমিকাদের মনে মোচড় দিয়ে ওঠে না। বর্তমান প্রেমিকার সাথে নিঃশ্বাস ঘন হয়ে যাওয়া মুহূর্তে প্রেমিকের মনে পড়ে না যে তার তৃপ্ত ঘামটুকু কোনো একদিন লেগেছিলো তার প্রাক্তন প্রেমিকার ওড়নায়। প্রেমিকার ওড়না ঠিক করতে বলা প্রেমিকটার প্রেমিকাটা যখন প্রাক্তন হয়ে যায় তখন বন্ধুদের কাছে ঠাট্টা করে সেই প্রেমিকই বলে তাদের অন্তরঙ্গ ঘটনাগুলো।

বান্ধবীরদের কাছে প্রেমিকের গুনগান গাওয়া প্রেমিকাটার প্রেমিকটা যখন প্রাক্তন  হয়ে যায় তখন বান্ধবীদের কাছে সেই প্রেমিকাই তার প্রাক্তন হয়ে যাওয়া প্রেমিককেই সব থেকে নিকৃষ্ট  বলে উপস্থাপন করে। নিজের প্রাক্তন অন্যকারো প্রেমিক কিংবা প্রেমিকা শুনলে তা আজকাল হাসিতামাশার কারণ হয়ে ওঠে। 

অথচ ‘প্রাক্তন’ শব্দটার মাঝে লুকিয়ে থাকা অনুভূতিগুলো সাড়া দেয় না কারো মনে। জীবনে একটা মানুষের উপস্থিতি আমরা খুব সহজেই ভুল যাই। নিজেদের কারণে হারিয়ে ফেলা  কিংবা চলে যাওয়া অথবা প্রতারণা করা মানুষগুলোও যে একটু হলেও কোনো একসময় আমাদের হাসি ফুটিয়েছে তা আমরা খুব সহজেই  ভুলে যাই।  অকৃতজ্ঞ শুধু মাত্র প্রাক্তন’রা নয়, প্রাক্তন’দের ভুলে যাওয়া মানুষগুলোও অকৃতজ্ঞ হয়!


লেখিকাঃ মুমতাহিন হক

মতামত দিনঃ