শোধ

তুহিন আফরোজ লাকী


একটা আক্ষেপ না হয়
থাকলোই জমা!
কি এমন এসে যায় তাতে!
এমন কতশত পুঞ্জিভূত আক্ষেপ
হর হামেশাই জমা হয়
আমাদের হৃদয় পটে!

আমি জানি
আমার সংস্পর্শ ঠিক কতটা
দুর্নিবার টানে
কাছে টানে তোমায়!
কাছের মানুষ হয়ে ওঠার
এক প্রাণান্তকর চেষ্টাও
করছো আজকাল!

আমি এও জানি
আমি চাইনা বলেই
তুমি আর আমার কাছের মানুষ
হয়ে উঠতে পারবেনা!
আমার নির্ভেজাল আবেগে
তোমার বড্ড অবজ্ঞা -অনাদরের ফল
ফিরে পেয়েছো;
ফিরে পাচ্ছো কতশত গুণে
বুঝতোই তো!

বুঝবেই আরো
এসেছিলে যখন ভূবনে আমার!!


কবিঃ তুহিন আফরোজ লাকী, জন্ম বাংলাদেশের উত্তর বঙ্গের ঠাকুরগাঁও শহরে। ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ করেছেন। লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। ইতোমধ্যে অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। সমধারা ম্যাগাজিনে নিয়মিত লেখেন। “পদাবলীর যাত্রা” নামে তার একটী যৌথ কাব্যগ্রন্থ ২০২০ এ প্রকাশিত হয়েছে।

মতামত দিনঃ