তোমার আমার দ্বন্দ্ব

আসমা আরবী সাথী


মাঝে মাঝে মনে হয়,
তোমাকে ছেড়ে চলে যেতে পারতাম বাঘের রাজত্বে…
জীবন বাঁচানোর ভয়ে ভালবাসা ভুলে যেতাম!
বাঘের হিংস্র থাবার ভয়ে ভুলে যেতাম তোমার জন্য জমিয়ে রাখা আবেগ।
একটু একটু করে মৃত্যু ভয়
একটু একটু করে মুছে দিতো ভালবাসার গল্প!
সে সময়গুলো, সে মুহূর্তগুলো তোমার আবেগে ভাসি,
সে সময়গুলো একটু একটু করে বাঁচার স্বপ্ন দেখতাম!
বাঘের আঁচড়ের দাগ
তোমার স্পর্শ মুছে দিতো!
বাঘের গর্জন তোমার মিষ্টি মধুর ডাক ভুলিয়ে দিতো!
তোমার আকস্মিক আদরগুলো,
বাঘের আকস্মিক আক্রমণের ভয়ে কুঁকড়ে যেতো!
মুছে ফেলতে পারতাম তোমার সব স্মৃতি,
সব আশা জাগানিয়া কথা!
ভুলে যেতে পারতাম তোমার নাম!
মুছে যদি যেতো তোমার প্রতিটা স্পর্শ!
তবে কী ভালো থাকতাম?
হয়তো…
হয়তো বা না…
তবুও তো জ্বরের উত্তাপে তোমার কথা ভাবা ছেড়ে দিতাম!
মুছে ফেলতাম তোমার দেওয়া অনুভূতি!
তোমার দেওয়া নুপুরটা ছুঁড়ে ফেলে দিতাম আস্তাকুঁড়ে…
কিন্তু হৃদয়ে তোমার স্মৃতি চিহ্ন মুছি কি করে বলোতো?
সাদা কালির বড্ড বেশি দরকার…
সব মুছে ফেলার জন্য!
তুমি চলে যাও আমার কল্পনার রাজ্য থেকে,
বাঘের খাঁচায় বন্দী হলেও মৃত্যু দিয়ে কষ্ট থামে…
কিন্তু তোমাকে ভালবেসে মৃত্যু এলেও অনুভূতি জাগে।


✍️ আসমা আরবী সাথী

মতামত দিনঃ