Song – Tor Oi Shohorey
Album – Boyosh Jokhon Ekush
Artist – ViKiNGS

== তোর ঐ শহরে ==

তুই আমি যতো গল্প
যদি বাকি থাকে তার অল্প
আমি একে নেবো এ শহর দেয়ালে।
অভিমান চাপা কান্না!
হয়েছে থাক আর না,
আমি মেখে নেবো ভেজা কপোলে।

তোর ঐ শহরে
কখনো কাঠফাটা রোদ্দুর জড়ালে।
তোর ঐ চাদরে
মাখানো আদরে দু হাত বাড়ালে…

আমি পুড়বো না আর
ভেজাবো না এ মন পোড়ানলে।
আমি ফিরবো না আর
ভাসাবো না এ মন তোর মনে
আমি কাদবো না আর
রাঙাবো না দু চোখ নুনজলে।

তোর ঐ শহরে…

ক্ষয়ে ক্ষয়ে জমা ক্লান্তি
তার কতোটাই বা জানতি
যা চেপেছি বুকের পাজরে।
প্রতিদিন হারাবার ভয়
হয়েছে থাক আর নয়
আমি সয়ে নেবো নিজের আড়ালে।

তোর ঐ শহরে
কখনো কাঠফাটা রোদ্দুর জড়ালে।
তোর ঐ চাদরে
মাখানো আদরে দু হাত বাড়ালে…

আমি পুড়বো না আর
ভেজাবো না এ মন পোড়ানলে।
আমি ফিরবো না আর
ভাসাবো না এ মন তোর মনে
আমি কাদবো না আর
রাঙাবো না দু চোখ নুনজলে।

তোর ঐ শহরে….

অনাদরে বোবা ভাষা
যদি দাঁড়ায়, শত আশায়!
ততোটা তুই,যতোটা ছুঁই!
কতোটা তোর গোপনে…..

মতামত দিনঃ