যান্ত্রিক শহর


আমি প্রতিদিন চাই প্রচুর বৃষ্টি হোক
ভাসিয়ে নিয়ে যাক সব,
বিষাক্ত ধূলিকণা যা জমা হয়েছিল
শতশত বছর ধরে এই শহরের বুকে।

বিবর্ণ করেছে উলস্নাসে মেতে থাকা
আমাদের শৈশব- কৈশরকে।

নির্জন-নিরপরাধ বিকেলগুলো
এতসব সহ্য করতে পারে না বলে
এ শহর ছেড়ে পালিয়েছে।

কৃত্রিম শ্বাস নেওয়া যন্ত্রে
এ শহরে আজ বেঁচে আছে মানুষ
অসংখ্য অমানুষের ভিড়ে।

শহরের মধ্য দিয়ে চলা দোতলা বাসগুলো
পিষে দিয়ে গেছে আমাদের অনুভূতি
তাই সেসব আজ কোনো খবরের কাগজে
শিরোনাম হয়ে ওঠে না।


যান্ত্রিক শহর 1

অলোক আচার্য
সাংবাদিক ও লেখক,
পাবনা।

তারিখঃ ২১-০৭-২০২০ ইং

মতামত দিনঃ