ইউটিউবে নাটকের নিচে কমেন্ট সেকশন দেখলে আপনার মনে হতে পারে এটা সেই লেভেলের একটা নাটক হয়েছে। আসলে হয়েছে একটা বাল…।
ঈদের আগেই ঈদের নাটক দেখতে পারাটা অনেক ভালো লেগেছ। নির্মাতারা আগের থেকে অনেক সচেতন হয়েছেন দেখাই যাচ্ছে।
খালি আফরান নিশোর জন্য এই নাটক অলরেডি হিট। আগে যেমন জাহিদ হাসানের জন্য হোত, অনেকটা সেইরকম। মাত্র চার জন ব্যাক্তি পুরা নাটকে। শেষের সাত-আট মিনিট আগে আরো কিছু গেটিস জোগাড় করে একটা রোমান্টিক কমেডি বানানোর বৃথা চেষ্টা।
ভাইয়া… নিশোর নাটক বলেই লাফ দেয়ার কিছু নাই। নিশোর থেকে তানজিন তিশা অনেক ভালো অভিনয় করেছে এই নাটকে। নিশো কেমন যেন একটা গৎবাঁধা অভিনয়ে ঢুকে গেছে।
নিশোর চোখ বন্ধ করে বা অন্য দিকে তাঁকিয়ে কথা বলা আর সাথে তোতলানো… আর কত?
DRAMA : CRAZY LOVER
SCREENPLAY : AFRAN NISHO
DIRECTION : MOHAMMAD MOSTAFA KAMAL RAZ
CAST : AFRAN NISHO, TANJIN TISHA & MORE
A GaanChobi Entertainment Production.
Crazy Lover বাংলা রোমান্টিক নাটক
-
গল্প
-
চরিত্র
-
অভিনয়
-
মিউজিক
-
সিনেমেটোগ্রাফি
-
গ্রাফিক্স
Crazy Lover - নিশো অভিনীত একটা হতাশ করা রোমান্টিক কমেডি।
নাটকের মূল গল্প মাত্র ২ লাইনে বলে দিই। নিশো একটা ক্রেইজী লাভার। সে তার প্রেমিকার জন্য সব কিছু করতে পারে। এমনকি নিজের বাবার ঔষুধের টাকা মেরে সোনার গয়নাও কিনে দিতে পারে। আর একারনেই তার বাবা মারা যায়। হোয়াট দ্যা ফুচকা ম্যান!
বি – ক্রিয়েটিভ। এত সুন্দর অভিনেতা অভিনেত্রী, মিউজিক, কুমার বিশ্বজিতের মন থামিয়ে দেয়া গান, আর আপনি এই কাহিনী দেখালেইন?
সব টাকা মেইক আপ আর গানের পিছনে খরচ না করে ভালো কাহিনী কিনেন। এই নাটকে কোন মেসেজ দিতে পারেন নাই। আর নিশো রে কি পাইসেন সব নাটকে একই রকম বলদামী ভালো লাগে? তিশা তার জায়গায় ঠিক তবে কেমন যেন একটু গা-ছাড়া ভাবে অভিনয় করা।
যাই হোক এই নাটক একটা চরম বলদামী বাদে কিছু না। কিন্তু গান আর মিউজিক পছন্দ হইসে 🙂