Story, Screenplay & Direction : Kajal Arefin Ome
Starring : Afran Nisho, Tanjin Tisha, Rotna Khan, Surmi
Music : Ahmed Souren
এক্স ওয়াইফ বাংলা নাটক রিভিউ
-
গল্প
-
চরিত্র
-
অভিনয়
-
মিউজিক
-
সিনেমেটোগ্রাফি
বাস্তবতার মিশেলে করা একটা আধুনিক ভালোবাসার গল্প
গল্পের কাহিনীতে যথেষ্ট রস আছে। ডায়লগ যদিও তত স্ট্রং নয়, কিন্তু যে সকল ঘটনা এইখানে তুলে ধরা হয়েছে তার সাথে একমত না হয়ে পারা যায় না।
তবে এটা আসলেই কোন নাটক নয়। দুজন বিবাহিতের জীবনে কি ঘটে তাদের ঝগড়া, মান-অভিমান আর বিপদে একসাথে হাত ধরে হাঁটার গল্প। আমাদের প্রতি দিনকার মুহূর্ত এই গুলো।
কাজেই যারাই নাটকটা দেখবেন, যদি বিবাহিত হয়ে থাকেন তবে অতি সহজেই নিজের জীবনের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন।
নাটকে পরিচালক কাজল আরেফিন অমি একটা মেসেজ দিতে চেয়েছেন তাতে তিনি সক্ষম।
নিশোর অভিনয়ের খুব বেশি বড় ভক্ত আমি নই। সবসময় চিল্লাফাল্লা করলেই ন্যাচারাল এক্টিং হয় না, তারপরেও এই নাটকে তার কি এক্সপ্রেশন যথেষ্ট ভালো লেগেছে।
তানজিন তিশা সুন্দরী তাতে সন্দেহ নাই, কিন্তু সেজে গুজে সকালে ঘুম থেকে উঠতে হবে এমন দিব্যি তাকে কে দিয়েছে জানি না। পরিচালকের এই দিকে নজর দেয়ার দরকার ছিল।
সর্বোপরী, ন্যাকা ন্যাকা, বালছাল নাটকের থেকে এই মেসেজ ওয়ালা বিটিভি স্টাইলের নাটিকা ভালো হয়েছে। কিপ দ্যা ক্যামেরা রোলিং।