কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়
দাউদ হায়দার
জন্ম আমার কালো সূর্যের কালো জ্যোৎস্নার কালো বন্যায়ভেসে এসেছি তোমাদের এই তিলোত্তমা শহরেকল্পিত ঈশ্বর...
Read Moreজন্ম আমার কালো সূর্যের কালো জ্যোৎস্নার কালো বন্যায়ভেসে এসেছি তোমাদের এই তিলোত্তমা শহরেকল্পিত ঈশ্বর...
Read MoreSep 10, 2024 | কবিতা |
বিষন্ন নীলা আকাশে-
শেষ বিকেলের পড়ন্ত রোদে
শ্রান্ত একটা গাংচিল
খুঁজে ফেরে তার শেষ ঠিকানা
বিদিশিনি,
ও প্রান্তে বাতাসে গন্ধ পাওয়া যায়?
এ প্রান্তে অন্তর দুটি এক হয়ে যে সুমিষ্ঠ সুভাস ছড়াচ্ছে তার?
সখার অপেক্ষার গন্ধ?
মিঠা গন্ধ?
না কি মাঝেসাঝেই মনে হয় মানুষ হারিয়ে যায়!
বারকোশ ভরা শুন্য চায়ের কাপ।
আবেগ, অনুভুতি ও স্বাদহীন আলোচনা।
প্রতীক্ষামান ব্যক্তি নান্দনিক,
তৃষ্ণা মিটাবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।
Jun 22, 2024 | কবিতা |
আমায় কেউ ভালোবাসেনি কোনদিন
ভালোবেসেছে আমার বুদ্ধিদীপ্ত ক্ষমতাকে।
তারা আমায় কাচের মত
টুকরো টুকরো করে ভাঙতে চেয়েছে,
মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে,
ছাইয়ের মত উড়িয়ে দিতে চেয়েছে।