আরও অপেক্ষা
শরিফুল স্মরণ
বারকোশ ভরা শুন্য চায়ের কাপ।
আবেগ, অনুভুতি ও স্বাদহীন আলোচনা।
প্রতীক্ষামান ব্যক্তি নান্দনিক,
তৃষ্ণা মিটাবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।
বারকোশ ভরা শুন্য চায়ের কাপ।
আবেগ, অনুভুতি ও স্বাদহীন আলোচনা।
প্রতীক্ষামান ব্যক্তি নান্দনিক,
তৃষ্ণা মিটাবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।
Jun 22, 2024 | কবিতা |
আমায় কেউ ভালোবাসেনি কোনদিন
ভালোবেসেছে আমার বুদ্ধিদীপ্ত ক্ষমতাকে।
তারা আমায় কাচের মত
টুকরো টুকরো করে ভাঙতে চেয়েছে,
মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে,
ছাইয়ের মত উড়িয়ে দিতে চেয়েছে।
Jun 17, 2024 | কবিতা |
ভৌমিক দা
আমার এ ধূলোজমা জীবনে
যে কটা রত্ন জমা আছে
তার মাঝে সবচেয়ে মূল্যবান
রত্নটি হলেন আপনি!
জীবনে অনেক কিছুই
না চাইতেও পেয়েছি আমি,
আবার হেলায় হারিয়েছিও অনেক!
আপনাকে হারাবার দায়
আমার একার!
আমি জানি।
আমি হাসি!
কি অদ্ভুত না? বলো!
জবাব দিতেই চাইনি,
অথচ আমি আজন্ম অপেক্ষাতেই ছিলেম
তোমার একটি প্রশ্নের!
ভালো থেকো প্রিয়তম,
এই ব্যস্ততাই তোমার নিয়তি,
আর অপেক্ষাটুকু আমার!
তোমাকে বলা হয়নি,
আমার মস্তিষ্কের শতকোটি নিউরন থেকে
তুমি বরাদ্দ পেয়েছো বেশ খানিকটা,
হয়তো সে কারণেই
তোমায় মুখাবয়ব সারাক্ষণ ভাসে
আমার চোখের তারায়!