আজ আর পসরা সাজিয়ে বসেনি রোদ-
চারিদিকে ধোঁয়ার কারুকাজ।
যে পথে যাওয়ার ছিল আমাদের
সে পথের কেটে গেছে তাল
যে নাম ছায়া দিত
আজ সে নাম নিরুদ্দেশ।
কোনো ঘরবাড়ি নেই,
পথিক হয়ে দাঁড়িয়ে আছি আজ শেষমেশ।।
জয়িতা চট্টোপাধ্যায়, বসবাস করছেন শ্যামনগর উওর চব্বিশ পরগনা জেলা, ওয়েস্ট বেঙ্গল।
 


 
 
 
 
 
 
 
 
