কোথায় পেলে এমন হাসি
কোথায় পেলে এমন হাসি?
যে হাসিতে জোছনা ঝরে!
যে হাসির আলোক বরণ
ঝলমলিয়ে মর্ত্যে পড়ে।
কোথায় পেলে এমন হাসি?
যে হাসিতে জুড়ায় হৃদয়,
যেই হাসির আবরণে
দূর হয়ে যায় সব ডর-ভয়।
এমন হাসি পেলে কোথায়
যে হাসিতে ফাগুন ওড়ে,
যেই হাসির সুরের টানে
পাখিরা সব গান করে।
পেলে কোথায় এমন হাসি?
যে হাসিতে বর্ষা আসে,
যেই হাসির ভালোবাসায়
মেঘগুলো সব ভাসে আকাশে।
কোথায় পেলে এমন হাসি?
যে হাসিতে গোলাপ ফোটে,
যেই হাসির সুবাস পেয়ে
ভ্রমরেরা সব আকুল ছোটে।
এমন হাসি পাও যদি ভাই
আঁকড়ে রেখো মন মাঝে,
হারিয়ে গেলেই আঁধার-
ঢাকবে হৃদয় কাল সাঁঝে।
তোমার হাসিতে
পৃথিবীতে শান্তি আসে।
তোমার হাসিতে
বসুন্ধরা জুড়ে-
স্বর্গের সুখ ভাসে।
অমন হাসির জন্য মানুষের
ভালোবাসা জেগে রয়।
অমন হাসির খোঁজে ধরায়
কবিতারা জন্মায়।
[উৎসর্গ: প্রিয় বন্ধু]
জেবা মুনাওয়ারা লীনা, জন্মস্থান নরসিংদী। কবিতা লিখতে ও আবৃত্তি করতে ভালবাসেন। কবিতা আবৃত্তি ও অভিনয় প্রতিভার জন্য পুরষ্কার পেয়েছেন বেশকবার। “আবরণ” ও “মরণ ভেলা” নামের তার দুটি কবিতা বইমেলা ২০২১ এ স্থান পেয়েছে “প্রতিক্ষার প্রহর” ও “অশ্রুসিক্ত নয়ন” কাব্যগ্রন্থগুলিতে।