অভিমান

তুহিন আফরোজ লাকী


ভেজা চুলে গাঁয়ের গন্ধ নিতে চেয়েছিলে বলে
শ্যাম্পুতে চুল ধুয়ে, স্নান শেষে
মিথ্যে অজুহাতে তোমার গাঁ ঘেঁষে
দাড়িয়ে ছিলেম বহুক্ষণ
তুমি তাকানোর সময় পাওনি!
গাঁয়ের মাঝে নাক ডুবিয়ে
ঘ্রান শোঁকা তো দূর!

তোমার ব্যস্ততা দেখলে
আজকাল আমার বড্ড হাসফাঁস লাগে!
সারাদিন একবারো জিগ্যেস না করলে
অভিমান জমে যায় বহুগুণ!
আমি ভাবি-
তোমায় আর উত্তর দেবনা!

উত্তর দেব না বলে নানা কাজে
নিজেকে ব্যস্ত রাখি।
কিন্তু কান খাঁড়া থাকে,
অপেক্ষায় থাকে
মুঠোফোনের যান্ত্রিক শব্দের!

তারপর…
তারপর অনিচ্ছা সত্ত্বেও
সব অভিমান একপাশে ঢেলে ফেলে
আমার বৃদ্ধাঙ্গুলজোড় লিখে যায়
তড়িঘড়ি করে!

আমি হাসি!
কি অদ্ভুত না? বলো!
জবাব দিতেই চাইনি,
অথচ আমি আজন্ম অপেক্ষাতেই ছিলেম
তোমার একটি প্রশ্নের!

ভালো থেকো প্রিয়তম,
এই ব্যস্ততাই তোমার নিয়তি,
আর অপেক্ষাটুকু আমার!

মতামত দিনঃ