পথের বাঁকে

এবি ছিদ্দিক


কাল বোশেখের মেঘে কতো স্মৃতি ভাসে
বৃষ্টিহীন ধূলো ঝড়ে কৈশোরও হাসে।
উত্তুরে বাতাসে উগ্র ঝড়ো মেঘ আসে
তার-ই নীচে বলাকা উড়ে চলে ত্রাসে !
টুকরি কাখে কৃষাণী ধান তুলে ঘরে।
দু’চারটে কাঁচা আম উঠোনেতে পড়ে
ডালে দিলে কাঁচা আম কি যে মজা হবে !
বাকীটা দিয়ে তবে আচার করা যাবে।
এই ভেবে কৃষাণী আম-ও তুলে রাখে
এরই মাঝে কৃষাণ মাঠ হতে ডাকে
ছেলে-মেয়ে আছে কোথা ডেকে আনো ঘরে
এই বুঝি ঝড় এলো বজ্রধ্বনি করে !
আজিকার বৈশাখে খুউব মনে পড়ে
ঝড় এলে মা আর ডাকে না..নাম ধরে !
স্নেহের বকুনি আজ কে দেবে আমারে !
ঝড়ো দিনে বাবা আর খোঁজে না আমাকে
দাঁড়িয়ে থাকে না তো ঝড়ো পথের বাঁকে !


কবিঃ এবি ছিদ্দিক

মতামত দিনঃ