হাতের রেখায় আপনি নেই

তুহিন আফরোজ লাকী


ভৌমিক দা
আমার এ ধূলোজমা জীবনে
যে কটা রত্ন জমা আছে
তার মাঝে সবচেয়ে মূল্যবান
রত্নটি হলেন আপনি!

জীবনে অনেক কিছুই
না চাইতেও পেয়েছি আমি,
আবার হেলায় হারিয়েছিও অনেক!
আপনাকে হারাবার দায়
আমার একার!
আমি জানি।

আমাদের যাপিত জীবনের
মধুমাখা দিনগুলো
ভাবনায় এলে
মন খুব উথাল -পাথাল করে,
সব ছেড়ে ছুঁড়ে নির্বাসনে
যেতে ইচ্ছে করে!

আমি শুধু ভাবি
এক জীবনে কতটা ভুল করলে
আপনাকে হারানো যায়?

ভৌমিক দা,
“অনাদিকাল হতে আমাদের এ যুগলবন্দী
বিচ্ছেদের পথেই হাঁটবে”
নিয়তিতে হয়ত এমনই লেখা ছিল!
কেননা,
ভাগ্যদেবীর সাথে সংলাপে
বসেছিলাম বহুবার
ভাগ্যদেবী প্রতিবারই দিয়েছিল
সেই নিষ্ঠুরতম রায়-

“হাতের রেখায় আপনি নেই”।

মতামত দিনঃ