এই নগরীতে


বিদগ্ধ নগরীতে আমি একা
এই নগরীর কোন প্রান্তে কেউ নেই
ক্ষয়ে যাওয়া , পুড়ে যাওয়া এই নগরীতে
আমি বড় একা,

সাথী কিছু ইট কাঠ, পাথরের দেয়াল
কিছু শুকিয়ে যাওয়া প্রজাপতির ডানা,
সেসব ডানার রং আজো মুছে যায়নি
একটি ঘুণপোকা নিঃশব্দে খেয়ে যায়
আমার জীবনের দিনগুলো

একদম টের পাইনি-
এখন সেই ঘুণপোকাটাও বড্ড ক্লান্ত,
ঠিক আমারই মতো-
খাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই ওটার ।


এই নগরীতে 1

অলোক আচার্য; পেশায় সাংবাদিক ও লেখক, বাস করছেন পাবনায়।

মতামত দিনঃ