বারো বছর …
বারো বছর পর, তোমার থেকে জানলাম– সংসার জীবনে তুমি আমায় কখনো ভালোবাসোনি।
জীবনের তাগিদে, সমাজের জন্য আমি তোমার জীবনে একটা উপলক্ষ ছিলাম,
ভালো তুমি আমায় কখনো বাসোনি।
বারো বছর,
বারো বছরের সংসারে, তোমার দুটি ছেলে মেয়ে!
সবাই যা সোনার সংসার বলে দাবি করে আসছিল এতো দিন,
আজ বারো বছর পর, আমি জেনে গেলাম…
আমি জেনে গেলাম, তুমি আমায় কখনো আপন ভাবোনি।
লাল শাড়িতে,
ছোট একটি নীড়ের ছায়ায়,
একটু একটু করে তোমাকে ভালবেসে,
প্রতিদিন নতুন নতুন করে তোমাকে আবিষ্কার করে,
তোমার রুঢ় আচরণ, মৌনতাকে ভালোবেসে,
বারো বছরের সংসারে, ছোট্ট দুটি সন্তানের জন্ম…
কখনো ভাবিনি, তোমার প্রয়োজন ছিলাম…
ভেবেছিলাম- আমি তোমার সাত জনমের প্রিয়জন!
আজ বারো বছর পরে
আজ বারো বছর পরে জানলাম,
প্রতিটি ভালবাসায় স্পর্শ শুধু প্রয়োজন ছিল!
প্রতিটি ঠোঁটের স্পর্শ আবেগহীন ছিল!
প্রতি বার বুকের মধ্যে মিশিয়ে নেওয়া অভিনয় ছিল!
“সংসার” টাই মঞ্চ নাটক ছিল!
বারো বছর পর
বারো বছর পর আজ জানলাম;
সংসার নামক গোলক ধাঁধায়, আমি তোমার কাছে শুধুই লোক দেখানো আয়োজন ছিলাম।
তোমার প্রতিটি ভালবাসার গল্পে আমি শুধু পেন্সিলের দাগ ছিলাম,
বারো বছর পর সে দাগ আজ ইরেজার দিয়ে মুছে ফেললে তুমি!
তুমি আমার প্রিয়জন, সাত জনমের-
আর আমি তোমার লোক দেখানোর আয়োজন এক পলকের!
ভাবছি বসে,
তোমার সব কিছুই শুধু প্রয়োজনই ছিল?
আমার অনুভূতি, শিহরণগুলো তোমায় ছুঁতে পারেনি!
আমার মায়া তোমাকে মুগ্ধ করতে পারেনি?
ভাবতে খুব ঘেন্না লাগে!
আমি শুধুই তোমার প্রয়োজন ছিলাম!
গোপনে কিংবা আমাদের মাঝেই আমরা আলাদা ছিলাম!
বারো বছর পরে
বারো বছর পরে,
দম বন্ধ হয়ে আসছে!
পৃথিবী সৌন্দর্যের কাছে আজ পরাজিত আমি এক প্রয়োজনের খোরাক!
সমাজের চোখে রঙিন চশমা!
আমি আজ ব্যর্থ…
আমার আবেগ তোমাকে ছুঁতে পারেনি,
পারেনি আমার ভালোবাসা তোমাকে মুগ্ধ করতে!
আমার অস্তিত্ব তোমাকে জয় করতে পারেনি,
পারেনি তোমার হৃদয় কুঠুরিতে জায়গা করে নিতে।
আজ বারো বছর
আজ বারো বছর পর,
আজ আমি নিঃস্ব, রিক্ত… অযাচিত ভাবেই স্বাধীন কিন্তু বিধ্বস্ত!
আসমা আরবী সাথী