সুশ্রী চেহারা অধিকারিণী হলেও তিনি নায়িকা নন, বরঞ্চ বাংলাদেশীদের কাছে আঁখি আলমগীর পরিচিত তার সুললিত কন্ঠের জন্য। আঁখি আলমগীর একাধারে সিনেমা এবং আধুনিক গানে সমানভাবে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
তার জন্মগত নাম মাশহুরা জাহান। তিনি ৭ জানুয়ারি ১৯৭৪ সালে ঢাকায় জন্মগ্রহন করেন। মূলত গায়িকা হলেও তিনি অভিনয় এবং উপস্থাপনাতেও পা দিয়েছিলেন। তিনি ১৯৮৪ সালে ভাত দে চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তার পিতা আরেকজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা আলমগীর এবং জন্মদাতা মাতা গীতিকার খোশনূর আলমগীর। পিতা মাতার ছাড়াছাড়ি হয়ে যাবার পর তার পিতা ১৯৯৯ সালে সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন। আঁখি আলমগীর এর আদি নিবাস নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া জেলা।
ছবি সূত্রঃ ফেইসবুক