আপন আলয়

নিপা খান


মাঝে মাঝে ইচ্ছে করে ঘর ভরা একটা দুপুর কিনি,
আমের মুকুলে ভ্রমরের গুণগুণ স্পর্শ মাখানো-
ভীষণ অলস এক দুপুর।

জানালার শিকে এসে জড়িয়ে যাওয়া
ঢাউস একটা রোদ-ঘুড়ির ফরফরানি
দুপুর ঘুমের আমেজটাকে নষ্ট করে দিক।

খাঁ-খাঁ করতে থাকা চিলের মতো আকাশটা
সুপুরি গাছের মাথায় ছোঁ মারার সাথে সাথে
মনের ভেতর কোথায় যেন একটা দমকা বাতাস এসে
ধাক্কা দিয়ে বলে উঠুক, ওঠ্, যাবি না?
কোথায় যেন যাওয়ার ছিল আমার?
যেখানে সবুজের দোলায় ঘাসফড়িংরা নাচে;
যেখানে প্রজাপতিরা ফুলের মধু খেয়ে বাঁচে;
যেখানে সন্ধ‍্যে মানেই ঝিঁঝির কোরাস;
কদম বনে জোনাকির বাস; একে একে
ঘরের কোণে ভাবনাগুলোর মেঘ জমে যাক।
দিব‍্যি… এবার হাঁট বারে –
অমন একটা দুপুর কিনেই ফিরব ঘরে।


বাংলাদেশের শেষ প্রান্তের বিখ্যাত এক জেলা ঠাকুরগাঁয়ে তার জন্ম। শৈশব থেকেই কবি নন, তবে জীবন তাকে উপহার দিয়েছে অনেক কবিতা। জীবনের প্রয়োজনে প্রিয় স্বদেশ আর শৈশবের টাঙ্গন থেকে দূরে আছেন এই কবি।

নিপা খান এ প্রজন্মের কবি। শব্দের বেড়াজালে বেঁধে নিয়েছেন প্রতিবাদ আর প্রতিশ্রুতির হাতিয়ার গুলোকে। “বুনো মেঘ” “অর্ধেক দেবদারু” তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

মতামত দিনঃ