আরও অপেক্ষা

শরিফুল স্মরণ


বারকোশ ভরা শুন্য চায়ের কাপ।
আবেগ, অনুভুতি ও স্বাদহীন আলোচনা।
প্রতীক্ষামান ব্যক্তি নান্দনিক,
তৃষ্ণা মিটাবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।

ভাণ্ডারপূর্ণ তত্ত-যুক্তিবিহীন বিদ্যা।
একাধিক বিষয়ে অনুপযুক্ত বিস্তর ভাবনা।
উদাসময়ী  দার্শনিক,
শাস্ত্র অধ্যয়নের আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।

ভরদুপুরে মেঘের আকাশ অন্ধকার।
চেনা শহরটা এই মুহুর্তে অচেনা।
অপেক্ষারত পথিক,
পথ চিনিবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।


শরিফুল স্মরণ লেখক ও পোশাক নকশাকার শরিফুল স্মরণ ১৯৯০ সালের ৫ই নভেম্বর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বৃ-কাঠালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ “বিষাক্ত ভাবনা” ২০২৪ সালে প্রকাশিত হয়।

মতামত দিনঃ