অশ্রু

মোহাম্মাদ রাকিবুল


কোনো পাওয়ার মাঝে নই আমি –
নই কোনো হারানো ঠিকানায়,
আমার যত অজানা,
আর যত অদেখা
দরজার পেছনের বদ্ধ ঘরে –
ছোট্ট জানালায়,
খুঁজে পাওয়া নীল আকাশে।

তোমার মাঝে
অস্তিত্ব আমার হয়তো তেমনি,
কোনো দরজার আড়ালে বদ্ধ জানালায় –
না দেখা অচেনা আকাশ।

খুঁজে বেড়াই ,
তোমারই ছায়া
বিকেলের সন্ধিক্ষণে,
রয়ে যায় শুধু মোর
মরীচিকা সম অশ্রু।


কবিতাঃ অশ্রু
কবিঃ মোহাম্মাদ রাকিবুল

মতামত দিনঃ