রবীন্দ্র বনাম নজরুল
শিবব্রত চক্রবর্ত্তী
যেমন লেখায় তেমনি পোষাকে আশাকে ও ছিল একটি রঙিন উচ্ছৃঙ্খলতা।…… নজরুলের ঔদ্ধত্যের মাঝে একটা কবিতার সমারোহ ছিল, যেন বিহ্বল,বর্ণাঢ্য কবিতা। গায়ে হলুদে পাঞ্জাবি, কাঁধে গেরুয়া উড়ুনি কিংবা পাঞ্জাবি গেরুয়া, উড়ুনি হলদে।
Read More