ভৌমিক দা!
সবাই বলে –
পৃথিবীতে নিজের বলে
আসলে কিছু নেই!
কিচ্ছু নেই!
আজ যা নিজের বলে
দাবী করে লোকজন
কাল তা অন্যের হয়ে যায়!
প্রাসাদসম বাড়ী-ঘর বা অট্টালিকা
কিছুই না কি আমাদের নয়!
তাই হয়তো
বাবা-মা, ভাই-বোন বা
অন্যান্য আত্মীয় স্বজন
সব ছেড়ে মানুষ
পাড়ি জমায় অজানায়!
জানেন তো ভৌমিক দা!
হয়তো কখনো কখনো
লোকে ঠিকই বলে!
আপনার আমার সেই রূপোলি বিকেল
আসলে আমাদের ছিলনা!
আমাদের নিঝুম দুপুরও
হয়তো আমাদের ছিলনা!
যা নিজের, যা আমার
তা না কি কখনো হারায় না!
সবাই যে অনায়াসেই সবকিছুকে
নিজের বলে দাবী করে
আমি তো পারিনা!
সবার এই যে এত অধিকারবোধ
আমার কেন নেই, বলতে কি পারেন ?
আমার বলে যা জেনেছিলাম একদিন
তার সব এক এক করে
কেড়ে নিয়েছে একেকজন!
তবে কি জানেন তো ভৌমিক দা!
শুধু আপনার মালিকানা
আমি আজো কাউকেই
হস্তান্তর করতে পারিনি!
হয় না এমন যে
কেউ একজন থাকে
একেবারে খুউব কাছের
একেবারে খুউব নিজের!
যাকে হস্তান্তর করা যায় না!
নিজের বলে যদি কিছু
থেকে থাকে কোনদিন
তবে তা বলতে আমি
আপনাকেই বুঝি ভৌমিক দা!
কবিঃ তুহিন আফরোজ লাকী, জন্ম বাংলাদেশের উত্তর বঙ্গের ঠাকুরগাঁও শহরে। ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ করেছেন। লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। ইতোমধ্যে অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। সমধারা ম্যাগাজিনে নিয়মিত লেখেন। “পদাবলীর যাত্রা” নামে তার একটী যৌথ কাব্যগ্রন্থ ২০২০ এ প্রকাশিত হয়েছে।