শেষ বিকেল

সাবরিনা অনি


হঠাৎ তার পায়ের আওয়াজ শুনতে পেলাম
বহু দিনের পরিচিত আওয়াজ
কিছুতেই ভুল হওয়ার কথা নয়,
…ভাবছি পিছন ফিরে কি তাঁকাবো?
নাকি সে আমার চোখ দুটো ধরে বলবে
বলোতো আমি কে…?

ভাবনার ইতি না হতেই সে সামনে এসে দাঁড়ালো
একটু জোর দিয়েই বললো,তোমার সাথে কিছু কথা আছে
মনে মনে ভাবলাম,
ভালবাসি বলতে কি এত দূরে পাড়ি দিলে?
নাকি কাজের ব্যাস্ততায় আমাকে চোখে হারালে!

ভাবনায় হারিয়ে গেলাম একেবারেই
মিষ্টি করে আবারও বললে আমার কিছু কথা ছিলো…!

জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, “বলোনা কি বলবে” –
যদি জানতাম তোমার আজকের বাণীগুলো হবে
আমার সবচেয়ে খারাপ খবর…

বিশ্বাস করো তোমার মুখে শুনতেই চাইতাম না কখনো
এই হৃদয় ছিদ্র করা কথাটাও তুমি মিষ্টি করেই বললে –
আমাকে ভুলতে পারবে?
আমাকে ভুলতে হবে তোমাকে।

বলেই চলে গেলে তুমি
এরপর আর দেখা নেই, কথা নেই…

যদি জানতাম সেদিনই আমাদের শেষ বিকেল ছিলো
তবে তোমার কাছে কিছু মূহুর্ত ভিক্ষা চাইতাম-
সাজিয়ে রাখার মতো একটা লাইন লিখে নিতাম
“আমাকে ভুলে যাও”
তোমার ঘাম জড়ানো টিস্যুটা চেয়ে নিতাম,
আমার চোখের জল মোছার জন্য।

দুপা একসাথে হাটতে চাইতাম পথে,
যেন পথটা সাক্ষী হয়ে যায়, তুমি আমার ছিলে।

রাখলেনা কোন সাক্ষী-
এখনো,অন্তরে মেঘ জমে
তোমার না আসার আভাসে,
বৃষ্টি হয়ে নামে-
যখন রাত্রি আসে।
আলো হারিয়ে যায়
হঠাৎ আমি চমকে উঠি,
মন এখনো খুব করে তোমাকে চায়।


কবিঃ সাবরিনা অনি 

মতামত দিনঃ