Drama: The End
Starring: Afran Nisho, Tanjin Tisha, Rocky Khan, Rotna khan, Raju khan, Rasme
Story: Masud Ul Hasan
D.O.P:Raju Raz
Music: Ahmed Souren
Post Production : Ismail Hossain
Screenplay & Direction: Kajal Arefin Ome
Line Producer: Touhid Talukder
Associate Director: Ziaul Hoque Polash
দ্যা এন্ড - বাংলা নাটক রিভিউ
-
গল্প
-
চরিত্র
-
অভিনয়
-
মিউজিক
-
সিনেমেটোগ্রাফি
বেশ ভালো নাটক - দেখে মজা পেয়েছি
এইটা একটা তীব্র ভালবাসার নাটক। নাটকে প্রচুর গালাগালি আছে, সঙ্গত কারনেই তা এসেছে। এর থেকে বেশি থাকলেও আমার খারাপ লাগত না। বাস্তবধর্মী নাটক দেখতে চাইবেন কিন্তু বাস্তবতার ভাষা আর ইমোশন সহ্য করতে পারবেন না তা কি হয়?
বিয়ের আসর থেকে নিশোর পালিয়ে যাওয়া এবং এরপর তিশার তাকে খুঁজে পাবার আপ্রান চেষ্টা সব কিছুর মধ্যেই এই দু-জন অভিনেতা-অভিনেত্রীর যত্নের ছাপ খুঁজে পেয়েছি। যেই ইমোশন এর সাথে এরা দুইজন ঝগড়া করেছে তা আসলেই অসম্ভব ভালো লেগেছে।
নাটকে আসলে একটা ভালো রকমের টুইস্ট আছে। তিফার (তিশা) তীব্র ভালোবাসা কে উপেক্ষা করে সৌরভ (আফরান নিশো) কেন পালিয়ে বেড়াচ্ছে তা নাটকের শেষ দৃশ্যে এসে সবাই বুঝতে পারে। তা আগ পর্যন্ত সবাই ধরেই নিয়েছিল সমস্যা আসলে তিশার।
নাটকে কমেডি আছে, তীব্র প্রেমের মানবিক প্রকাশ আছে আর আছে শেষ দৃশ্যে বাংলা ছবির মত মিলন। এই খানেই নাটকটা নিয়ে যেতে হবে কেন তা আমার বোধগম্য হয়নি! যে কারনে নিশো বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল, শেষ দৃশ্যে গিয়ে তা অনেকটাই ম্লান হয়ে গেছে।
বুঝিনা সব নাটকেই কেন মধুর মিলন থাকতে হবে। নাটক যেভাবে শেষ হচ্ছিল সেটাই ভালো ছিল। তিফার অন্য জায়গায় বিয়ে হয়ে যেতে পারত, সে কখনই সত্যিটা জানত না এটাই অনেকটা ভালো হোত।
সব মিলিয়ে অনেকদিন পরে নিশোকে প্রশংসা করার মত আরেকটা নাটক খুঁজে পেলাম। আর তিশা সব সময়ই ভালো করার চেষ্টা করেন। এই নাটকে তার ইমোশনাল আউটব্রাস্ট অসাধারন লেগেছে।
কাজল আরেফিন অমি আপনি প্রশংসার দাবিদার।
কিপ দ্যা ক্যামেরা রোলিং।