সূর্য কখন নিভে যাবে?


আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত সূর্য একটা হলুদ বামন তারকা। পৃথিবীতে প্রানের উৎপত্তি এবং বিকাশে সূর্য প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে। সূর্যে থেকে বিকিরত আলোক শক্তি গাছ এবং অন্যান্য প্রানীদের টিকিয়ে রেখেছে এই গ্রহে।

সৌরজগতের ৮ টি গ্রহের মধ্যে আমাদের পৃথিবী হচ্ছে তৃতীয় গ্রহ। সূর্য পৃথিবীর থেকে ১০৯ গুন বড় আর সৌরজগতের মোট ভরের প্রায় ৯৯ ভাগই সূর্যের।

সূর্য পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস হলেও এর কেন্দ্রের তাপমাত্রা ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

ছোটবেলায় যদি স্কুল-কলেজে আপনাকে শেখানো হয়ে থাকে সূর্যে আগুন জ্বলছে তবে সেটা ভুল ছিল।

সূর্য যে প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে তাকে নিউক্লিয়ার ফিউশন বলে। এইখানে দুটো হাইড্রোজেন পরমাণু বিক্রিয়া করে একটা হিলিয়াম পরমানুতে রুপান্তরিত হয়। আর সেই সাথে নির্গত করে দেয় বিশাল পরিমানে শক্তি। এই নির্গত শক্তি-ই আলোক শক্তি আর তাপ শক্তিতে রুপান্তরিত হচ্ছে।

আমাদের সূর্যের বয়স প্রায় ৪.৬ বিলিয়ন বছর। বিজ্ঞানীরা ধারনা করেছেন সূর্যের হাইড্রোজেন জ্বালানি আরো ৬ বিলিয়ন বছর পর্যন্ত ফিউশন বিক্রিয়ার রসদ জোগাবে।

মহাবিশ্বের কোন কিছুই চিরস্থায়ী নয়। আমাদের সূর্যও নয়। প্রায় ৬ বিলিয়ন বছর পরে যখন সূর্যের কেন্দ্রের হাইডোজেন জ্বালানি শেষ হয়ে যাবে তখন সূর্য মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তার কেন্দ্রের উপর আরো সংকুচিত হয়ে যাবে আর এর বাইরের অংশ আরো প্রসারিত হয়ে যাবে। সূর্য প্রথমে পরিনত হবে লাল দৈত্যাকার তারকায় আর গিলে খেয়ে ফেলবে পৃথিবী সহ ভেতরের দিকে থাকা বাকি গ্রহগুলোকে।

এরপর আরো এক বিলিয়ন বছর পরে যখন বাইরের দিকে থাকা শেষ হাইড্রোজেনটুকুও নিঃশেষ হয়ে যাবে, তখন মাধ্যাকর্ষন শক্তির প্রভাবে সংকুচিত হতে হতে সূর্য পরিনত হবে একটা সাদা বামন তারকায়।

আর ৭ বিলিয়ন বছর পরে যখন সূর্যের হাইড্রোজেন জ্বালানী শেষ হয়ে যাবে তখন মাধ্যাকর্ষন শক্তির প্রভাবে সংকুচিত হতে হতে সূর্য পরিনত হবে একটা সাদা বামন তারকায়।

আমাদের অবশ্য এত চিন্তার কিছু নেই। তার অনেক আগেই মানব সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে।

মতামত দিনঃ