আমি বলতে চাই
একটা কথা হোক তোমার
আরেকটা আমার ।
আমি দেখতে চাই
একটি স্বপ্ন দেখ তুমি
আরেকটি স্বপ্নে তোমায় দেখি আমি।
আমি শোনাতে চাই –
একটা গান তোমায়
গানটা ভালোবাসার আমার ।
আমি থাকতে চাই
তোমার স্বপ্নে বিভোর,
খোলা চোখে রাতভর ।
কবিতাঃ আমি তোর
কবিঃ মোহাম্মাদ রাকিবুল
ভাই নতুন পাঠক, কবি তার মন মত লিখবে কিছু বলার নাই। কিন্তু কি যে লিখলেন সেটা আমি বুঝি নাই। 🙁 আমি, তুমি আর আমি তুমি। এর চেয়ে ভালো যার জন্য লিখসিলেন তারে এসেমেস করে পাঠায় দিতেন 😀
এই তুই তুকারি করিস কেন? যাক… কবিতা যা তা হয়েছে।
সম্পাদকের…. মাথায় আগাছা বাদে কিছু নাই। এই মাল আবার রেডিটে শেয়ার দেয়। কয়বার আমি, তুমি বললেই কবিতা হয়া গেল? বাল ছাপাও?
শেয়ার দিতে টাকা লাগে না তাই দিলাম। কবিতার দায়-ভার কবি নেবে। সম্পাদক নয়। আর মাথার আগাছা ঝেড়ে ফেলতেই এই ম্যাগাজিন।
সম্পাদক সাহেব চাচ্ছেন পাবলিক সুনাম করুক আর বদনাম করুক তাতে কিছু যায় আসে না, শুধু সাইটে হিট করুক আর হিট হলেই তো এড পাওয়া যাবে,আর এড পেলেই টাকা পাওয়া যাবে, মাহফুইজার গানের মত, মডেল আরিফপার মডেলিং এর মত আর হিরো আলমের কালজয়ী অভিনয়ের মত,,,,,😁😁😁😁
ভাইয়ের মাথায় অসাধারণ বুদ্ধি
এত দিনে বুঝলেন!