Drama : WHITE HACKER (হোয়াইট হ্যাকার)
Story : Masud Ul Hasan
Script : Aboyob Siddique Medi & Sazzad Hossain Bappi
Director : Mohammad Mostafa Kamal Raz
CAST : AFRAN NISHO, MEHAZABIEN CHOWDHURY, RIA SAZZAD HOSSAIN BAPPI, TOPU MOSTAFA, AD. TUSHAR MAMUN
হোয়াইট হ্যাকার বাংলা নাটক রিভিউ
-
গল্প
-
চরিত্র
-
অভিনয়
-
মিউজিক
-
সিনেমেটোগ্রাফি
ভাই কেন বানান এই রকম নাটক?
এই যুগে এই রকম বলদা লোকজন আছে দেখতেও ভালো লাগে না। বউ তার ফেইসবুক একাউন্ট এর কন্ট্রোল নিয়া নেয় আর সে ভাবে তার একাউন্ট হ্যাক হয়ে গেসে। অভিনয় খারাপ বলব না তবে আফরান নিশোর সেই চিরাচরিত তোতলামি আর দেখতে ভালো লাগে না।
নাটকের ব্যাকগ্রাউন্ডে একটা র্যাপ সংগীত বাজে – মন্দ না।
তবে নাটক হইসে প্রেম পিরিতি আর পারিবারিক ভালোবাসা নিয়া। এইখানে হ্যাকিং এর কি আছে তাই বুঝলাম না। আবার নাম দিসে হোয়াইট হ্যাকার – ভাই এই নামের হেতু কি যদি বুঝাইয়া বলতে পারতেন নাটকে তাইলে ভালো হইত।
যাক, দিন শেষে আফরান নিশো মানেই হিট। মেহজাবিন তার মতই অভিনেত্রী, উতরে গেছেন। জামাইরে মিছা কথার ফান্দে ফেলে, বগার মত কান্দাইসেন।