Tritiyojon | তৃতীয়জন | বাংলা নাটক রিভিউ


Tritiyojon | তৃতীয়জন | Bangla Natok 2020
  • গল্প
  • চরিত্র
  • অভিনয়
  • মিউজিক
  • সিনেমেটোগ্রাফি
4.3

নিজেকে ছাড়িয়ে যাওয়ার আপ্রান চেষ্টায় আফরান নিশো এবং মেহজাবিন

দেশে মিলিটারি এসেছে, গ্রাম ছেড়ে বর্ডারের দিকে চলে যাচ্ছে সবাই। অসুস্থ এক হিজরা (নিশো) তাকে ফেলে চলে গেছে তার দল। অপরদিকে গর্ভবতী এক মহিলা (মেহজাবীন) তাকেও সাহায্য করার কেউ নেই। নিজের এবং তার অনাগত সন্তানের বেঁচে থাকার অদম্য ইচ্ছায় সে এই হিজরাকে অনুরোধ করে তাকে সাথে নিয়ে যাবার জন্য।

হিজরা হিরা তাকে নিয়ে রওয়ানা হয় বর্ডারের দিকে, বিনিময়ে সে পাবে সোনার কানের দুল।

Tritiyo Jon (তৃতীয়জন)
Story, Screenplay: Sarower Reza Jimi
Cast: Afran Nisho, Mehazabien Chowdhury, and Ashraful Ashish.
DoP: Mehedi Rony
Music: Abid Omi

Sending
User Review
0 (0 votes)

আফরান নিশোর ভক্ত এদেশে অনেক। জনপ্রিয় এই ছোটপর্দার হিরো অসংখ্য নাটক করেছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যা হয় জনপ্রিয় অভিনেতাদের ক্ষত্রে, তারা একটা ছকে বাঁধা চরিত্রে আবধ্য হয়ে যান।

নিশোর বেশরভাগ নাটকেই তাকে দেখা যায় দুঃখী কিংবা রোমান্টিক চরিত্রে। কিছুটা রাগি আর পাগলামী চরত্রি বেশ মানিয়ে যান নিশো। কিন্তু প্রতিনিয়ত নিশোর চেষ্টা থাকে অভিনয় দিয়ে নিজেকেই নিজে ছাড়িয়ে যাবার।

তৃতীয়জন” নাটকে তার এই চেষ্টাটা বেশ চোখে পড়েছে। নাটকের পটভুমি মুক্তিযুদ্ধ হলেও তা ফুটিয়ে তুলতে পারেননি পরিচালক। তবে সে দূর্বলতা মেহজাবিন এর সাবলিল অভিনয় আর আফরান নিশোর চরিত্রে মিশে যাওয়ার চেষ্টায় ঢাকা পড়েছে কিছুটা।

ক্যমেরার কাজে মনে হয় বাংলাদেশের নাটকগুলো দিনদিন উন্নতি করছে। আমার কাছে অনেকটা মুভির সিনেমেটোগ্রাফির মত লেগেছে। মিউজিক আর সাউন্ড ইফেক্ট আরো ভালো করা যেত। আরো কিছুটা টেনশন ক্রিয়েট করতে পারলে নিশোর অভিনয়কে মিশিয়ে দেওয়া যেত যুদ্ধের আবহের সাথে।

নাটকের গল্প অনুমেয়ভাবে শেষ হয় আফরান নিশোর মৃত্যু দিয়ে, অথচ চাইলেই এটাকে অন্যরকম করে দেয়া যেত।

সব মিলিয়ে বেশ ভালো একটা চেষ্টা রয়েছে নাটকের সবার মাঝে।

মতামত দিনঃ