বিপদজনক সব সড়ক দূর্ঘটনা


আমাদের সড়কে নিরাপত্তা বাড়ানোর জন্য নতুন আইন হয়েছে। রাখা হয়েছে বিশাল অংকের জরিমানা এবং দীর্ঘ মেয়াদী শাস্তির বিধান।

কিন্তু, কথা থেকেই যায়। মানুষ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তবে হাজারো আইন করে কোন লাভ হবে না। মৃত্যুর মিছিল কখনোই শেষ হবে না।

এর মাঝেই আমরা দেখে ফেলেছি মালিক-শ্রমিকদের বিক্ষোভ এবং সারাদেশে নৌযান ধর্মঘট। আদতেই কোন পথে হাটছি আমরা?

সড়কের আইন সবার জন্যই সমান। পথচারী এবং চালক উভয়ের জন্যই আইন করা হয়েছে। তারপর ও কেন আইন পরিবর্তন করার জন্য এত হাঙ্গামা? লাভটা কার? কি জন্য এই অনাস্থা?

এক নজরে দেখে নিন বাংলাদেশের সড়ক আইনগুলো এই লিংক থেকে

আসুন দেখে নেয়া যাক কিছু সড়ক দূর্ঘটনার চিত্র, যদিও এগুলো আমাদের দেশের নয় তবে দূর্ঘটনার বেশিরভাগই ঘটে অসাবধানতার কারনেই।

মতামত দিনঃ