চন্দ্র

তৌফিকুর রহমান অমি


মন গহিনে প্রশান্তির হলো বিজয়
যেহেতু নিলক্ষা গগনে চন্দ্রোদয়।
পুষ্পবনে শুরু হলো উচ্ছ্বাসের ঝর(ড়)
যেন পুষ্পপত্রে উপস্থিত মধুকর।
করছি চন্দ্রের জন্য আকুতি মেলা,
বসন্তপবনে মাখা এই সন্ধ্যা বেলা।

দূর আকাশের চাঁদ,বল তুমি কার?
যদি নাই হও কারো,হবে কি আমার?
নিদারুণ তমস আচ্ছন্ন এই রাতে
ভীষণ কালো আঁধার কাটাতে আলোতে
ধরণিতলে কত জন চায় তোমারে।
নেমে এসে দিবে কি রূপা প্রভা কাউরে?

তুমি কেন মেঘের আড়ালে থাকো?
আমায় না ডাকিয়া বৃষ্টিরে ডাকো?
তাহলে কি অজ্ঞাত রহস্য অনুমিত?
তুমি হীন প্রাণোচ্ছলতা বিলীন, মৃত!
তোমার স্নিগ্ধ আলোর বর্ষণ
শহরে জাগায় প্রণয়ের শিহরন।

তোমায় প্রাপ্তির আশায় আমি উন্নিদ্র
যবে থেকে লেগেছে তোমার ছোঁয়া আর্দ্র।
শুনাব তোমায় পুরাণ দিনের কথা
হর্ষ ঝড়ে তোমার হৃদয়ে যেথা
যদি আসো আমার পিপাসিত হিয়ায়।
সুমাধব শেষ, চন্দ্রমুখীর আশায়।


তৌফিকুর রহমান অমি

মতামত দিনঃ