খুঁজবে আমায়


কখনো হারিয়ে গেলে খুঁজবে আমায়-
ভোরের আলোয়,পাখির ডাকে,
কাজের ফাঁকে সকালের এক চিলতে রোদে নির্জন দুপুরে,
পড়ন্ত বিকেলে নদীর ধারে হাটার ছলে
ঠিক সন্ধ্যায় রক্তিম সূর্যে।

কোন জ্যোৎস্না রাত হতে পারে বৃষ্টি ভেজা-
নিরিবিলি কোন মাঠে প্রান্তরে…
ঢেউ খেলানো ধানের শীষে,
এক পশলা বৃষ্টিতে কদম হাতে-
বাতাসে শরতের কাশবনে,
শিশির ভেজা ঘাসে
কোন পাহাড় কিংবা ঝর্ণাধারায়।

শিউলি, বেলী,কামিনী, হাসনাহেনার গন্ধে-
আকাশের এক রাশ নীলে।।।
খুঁজবে আমায় একটুখানি ভালবেসে
প্রিয়…।

মতামত দিনঃ