অসাড়তা

নিপা খান


কোনো শব্দ খুঁজে পাচ্ছি না,
তার আগেই বার বার তুমি চলে আসছো।

মরুভূমিময় ভীষণ ধুলোঝড়,
গভীর সমুদ্রে সুনামী,
চাঁদের হাটে লেগেছে গ্রহণ,
সূর্যের উত্তাপে প্রবল দাবানল,
পাহাড় উগড়ে দিয়েছে তার বীভৎস আগ্নেয়গিরি,
আকাশ উপড়ে ফেলেছে তার সমূহ তারকারাজি,
এই সমস্তকিছুর ভেতর দিয়ে তুমি হেঁটে আসছো।

তোমার পায়ের শব্দে
কবিতাগুলো মৃত্তিকার শেকল ছিঁড়ে বলছে –
এবার আমাদেরও বাতাসে উড়িয়ে দাও।


কবিঃ বাংলাদেশের শেষ প্রান্তের বিখ্যাত এক জেলা ঠাকুরগাঁয়ে তার জন্ম। শৈশব থেকেই কবি নন, তবে জীবন তাকে উপহার দিয়েছে অনেক কবিতা। জীবনের প্রয়োজনে প্রিয় স্বদেশ আর শৈশবের টাঙ্গন থেকে দূরে আছেন এই কবি।

নিপা খান এ প্রজন্মের কবি। শব্দের বেড়াজালে বেঁধে নিয়েছেন প্রতিবাদ আর প্রতিশ্রুতির হাতিয়ার গুলোকে। “বুনো মেঘ” “অর্ধেক দেবদারু” তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

মতামত দিনঃ