মোহ

তনুশ্রী গাইন প্রিয়াঙ্কা


আজ যদি আমি ছেলে হতাম
তোমায় নিয়ে কাশ্মীর যেতাম।

তুমি যদি ঘূনপোকা হতে-
আমি হতাম শক্ত কাঠ
আর তুমি আমার ধরতে হাত

তুমি যদি বৃক্ষ হতে-
আমি হতাম নীরব ছায়া,
তোমায় নিয়ে স্বপ্ন বুনতাম
লাল নীল আশা করতাম।

তুমি যদি পাখি হতে-
আমি হতাম কালো মেঘ,
আর এভাবেই আমরা মিলেমিশে থাকতাম বেশ।


কবি তনুশ্রী গাইন প্রিয়াংকার জন্ম 1999 সালের 9 সেপ্টেম্বর। বরগুনা জেলার, রামনা গ্রামে। বাবা মহাদেব চন্দ্র শীল,মা রেভা রানী। বাবা ঔষধ ব্যবসায়ী। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। বর্তমানে তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের 2য় বর্ষের ছাত্রী।

মতামত দিনঃ