স্বপ্ন

তুহিন আফরোজ লাকী


একদিন আমাদের আবার দেখা হবে দেখো
নদীপাড়ে, খেয়াঘাটে বা জলকেলির বাটে
অচেনা মানুষের ভীড়ে হঠাৎ এ চক্ষুযুগল
আটকে যাবে তোমার চেনা মুখে চেয়ে।

গোলাপ, টগর,চামেলি , জুঁই বা প্রজাপতি
মধুবন থেকে ওদের পাশে পাবো বলে
যে গোলাপ দেওয়া বাকি ছিল বহুকাল আগে
আজ তা ফিরিয়ে দেবো সব ব্যথা সয়ে।

কতশত ভালোবাসা পায়ে মাড়িয়ে
এভাবেই চেয়ে রবো সেই মুখ পানে
অনায়াসে আমি তো এখন আর বলতে পারিনা
যে তুমিও এমনই করবে
মানুষ তো বদলায় জানোই সময়ে অসময়ে।

ভালোবাসাহীন আমার এ নগরীতে হয়েছিল
কতশত মানুষের নিভৃত পদচারণা
কল্পনার মেঘলোকে কভু পৌছতে চাইনি
বাস্তব মেঘ কে পাশ কাটিয়ে
এভাবেই পার হলো এত বছর
যুগ যুগ অপেক্ষায় চেয়ে।

দেখো, একদিন আমাদের আবার দেখা হবে ঠিক
পুড়ে খাঁক হয়ে যাওয়া হৃদয় দুটো
অতঃপর আবারো ভীড়বে তীরে
পাশের কালো জল হবে রাজ স্বাক্ষী
হৃদয়ে হৃদয় আবারো পড়বেই নুয়ে।।

মতামত দিনঃ