সময় এসেছে

ওমর ফারুক


তৃতীয় বিশ্বের মানুষ ডুবে থাকে দিবস নিয়ে
ভুলিয়ে দিয়েছে মোড়লেরা কথার ফুলঝুরি দিয়ে।
ক্ষুধা আর দুরাশা নিত্য সঙ্গী করে
বুক চিতিয়ে হাভাতে নগ্ন হয়ে মরে।

শেয়াল শকুনের খাদ্য হবার আগে
দিবসগুলো এক ঝটকায় ভাগাড়ে
তবেই হবে মজুরের প্রতীক্ষিত বলিদান
কালে কালে গড়ে ওঠা ঠুনকো সম্মান।

রোদে তাপে প্রজ্জ্বলিত দহনে দাহনে
সোজা হয়ে দাঁড়িয়ে মাটির সন্তানে।
বল সবে বীরবাহু মুষ্টিবদ্ধ হাতে
একবার দাঁতকপাটি চেপে রাখা দাঁতে
এ পৃথিবী আমাদের ঘুচিয়ে দিয়ে যাবো
অসমতা দন্তপাটি খুবলে নিয়ে খাবো।

শ্রমের ঘামে দাঁড়িয়ে আছে অসম পৃথিবী
এবার তবে হিসেবের পালা দাম দিবি কি ?

মতামত দিনঃ