অকুতোভয়

মোঃ শাহিন আলম


প্রথম যেদিন জানতে পেরেছিলাম,
সূচনার মতো ইতিও ঘটবে আমার
সে’দিন থেকেই আমি অকুতোভয়

প্রথম যেদিন জানতে পেরেছিলাম,
চাইলেও একদিন-
পাখির কলরব আর শুনতে পাবো না
নীল আকাশে মেঘের ঘূর্ণিপাক দেখতে পাবো না,
সন্ধ্যাতারা দেখতে পাবো না
সে’দিন থেকেই আমি অকুতোভয়।

প্রথম যেদিন জানতে পেরেছিলাম,
চাইলেও একদিন-
রাতের চাঁদ দেখতে পাবো না
দিনের আকাশে সূর্য উঠবে না
ঘড়িতে আর সময় মাপবে না
সে’দিন থেকেই আমি অকুতোভয়।

প্রথম যেদিন জানতে পেরেছিলাম,
চাইলেও একদিন-
দৃষ্টি দিয়ে আর সৃষ্টি দেখতে পাবো না
ঘুমের ঘোরে স্বপ্ন দেখতে পাবো না
সকাল বেলা ভোর দেখবো না
সে’দিন থেকেই আমি অকুতোভয়।

প্রথম যেদিন জানতে পেরেছিলাম,
চাইলেও একদিন-
বৃষ্টিতে আর ভিজতে পারবো না
গামছা দিয়ে আর শরীর মুছতে পারব না
আবেগপ্রবণ হয়ে আর কাঁদতে পারবো না
আনন্দে আর হাঁসতে পারবো না
সে’দিন থেকেই আমি অকুতোভয়।

প্রথম যেদিন জানতে পেরেছিলাম,
একদিন সাড়ে তিন হাত মাটির ঘরে ফেলে
চলে যাবে সবাই সবার ঠিকানায়!
আমার কোন অস্তিত্বই থাকবে না এই ধরণীতে।
অথচ, সবাই অস্তিত্বের লড়াই লড়ে যাবে,
বৃষ্টিতে ভিজবে, রাতের চাঁদ দেখবে, ভোরের সূর্য উপভোগ করবে,
আনন্দে সবাই হাঁসবে-কাঁদবে,
রবি ঠাকুরের গান শুনবে নজরুলের -বিদ্রোহী কবিতা পড়বে ,
আবার ক্লান্ত হলে ঘুমাবে-
সে’দিন থেকেই, হ্যাঁ- হ্যাঁ- হ্যাঁ, সেই দিন থেকেই আমি অকুতোভয়।


কবিঃ মোঃ শাহিন আলম। বর্তমান নিবাস নেত্রকোনা জেলা সদর থানার পঞ্চাননপুর গ্রামে।

মতামত দিনঃ