একটি চিঠি 

তুহিন আফরোজ লাকী


তোমায় ছেড়ে কোথায় যেতাম?
রাখতাম কার হাতে হাত?
আকাশছোঁয়া পূর্ণিমাতেও
জীবন হতো বিষাদের ধারাপাত!

তোমার মতো কেই বা আছে
মুছবে চোখের পানি!
কে আর আমায় করতো বলো
তার জীবনের রাণী?

এই একটা জীবন তুমি ছাড়া
ভীষণ নিরস হতো,
তুমি ছাড়া জীবন যেন
জীবনই না সে তো!

আমার একলা হাঁটা প্রহর জানে
তুমি আমার কে,
মুখটি তোমার মনের মাঝে
মায়া হয়ে হাসে।

এই একটা চিঠি নয়তো শেষ
বলাও হয়নি সব,
নিত্যই সে বুকের মাঝে
করছে কলরব।

এই চিঠিতে কয়টিই আর
শব্দ আছে বলো!
হাতটি ধরো, যাই নিরালায়,
অনেক কথা বাকি আছে, চলো।

মতামত দিনঃ