ইচ্ছে

তুহিন আফরোজ লাকী


মাঝে মাঝে ইচ্ছে করে
যাদের মাথায় নিয়ে নাচি অনিচ্ছায়
তাদের পায়ের তলায় মাড়িয়ে দেই!
ছিন্নভিন্ন করে দেই তাদের
ভালো মানুষির মুখোশ,
যে মুখোশের আড়ালে তারা
বয়ে বেড়ায় অন্ধকার মন।

মাঝে মাঝে ইচ্ছে করে
কারো সব কথার উত্তর দিতে।
সে দেখুক, কথার পিঠে কথা বলা
আমিও জানি।

ইচ্ছে করে শুনতে
কারো কারো অতি দম্ভের
পতন হয়েছে, পতন হয়েছে।
ইচ্ছে করে আগুন রোদে
পুড়িয়ে ছাই করে দেই
সেই অহমিকার খুঁটি।

আবার শান্ত হয়ে ভাবি
ক্ষনিকের মানব জীবন!
এক জীবনে না হয়
সয়েই গেলাম
সয়েই গেলাম।

মতামত দিনঃ