বর্ণালি তুমি বাংলাদেশ


বর্ণালি পৃথিবীর বুক জুড়ে থাকা
বাংলাদেশের বয়সিনী এক নারী তুমি;
তোমার হৃদয়ে তৃপ্ত প্রেম, শরীর জুড়ে ভালবাসা,
তোমার গাল বেয়ে ঝরে পড়া জল এক নদীর মতো;
সে নদীর নাম- যমুনা, মেঘনা কিংবা কর্ণফুলী।
তোমার ঠোঁটে সূর্যের আলো ফুটে ছেয়ে যায়-
সবুজ ঘাসের বুকে, শীতল মৃত্তিকার শরীরে, প্রতিটি গাছে।
তোমার বুক এক ব্যস্ত নগরী কোলাহলে পূর্ণ;
তোমার নিঃশ্বাসে ব্যস্ত মানুষ সামান্য স্বস্তি;

নিঃশব্দ রাত মৃদু আলোকিত তোমার রূপে;
তোমার স্পর্শে ব্যথিত পুরুষের ক্লান্ত চোখে আসে ঘুম।
মমতা জড়ানো মায়ের মতো, স্নেহ জড়ানো বোনের মতো,
ভালবাসা জড়ানো প্রেমিকার মতো তুমি ‘বাংলাদেশ’।


~ জুয়েল রানা , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মতামত দিনঃ