একদিন এইসব সাদা মেঘের দল সরে যাবে
আর বেরিয়ে আসবে বুকের পাঁজরে জমিয়ে রাখা
বীভৎস কান্নার রোল
তুমি ভিজতে ভিজতে ভুলে যাবে বৃষ্টির নাম।
জ্বর-জরা-মৃত্যু শব্দগুলো একে একে ফিরে যাবে
কেবল তুমি আমার কাছে থেকে যাবে,
আমি শক্ত করে জড়িয়ে ধরব তোমার শার্টের বোতাম
তোমার সন্ধানে থাকবে অপার আকাশ
যা আমাদের আর ফেরারী হতে দেবে না।
কবিঃ বাংলাদেশের শেষ প্রান্তের বিখ্যাত এক জেলা ঠাকুরগাঁয়ে তার জন্ম। শৈশব থেকেই কবি নন, তবে জীবন তাকে উপহার দিয়েছে অনেক কবিতা। জীবনের প্রয়োজনে প্রিয় স্বদেশ আর শৈশবের টাঙ্গন থেকে দূরে আছেন এই কবি।
নিপা খান এ প্রজন্মের কবি। শব্দের বেড়াজালে বেঁধে নিয়েছেন প্রতিবাদ আর প্রতিশ্রুতির হাতিয়ার গুলোকে। “বুনো মেঘ” “অর্ধেক দেবদারু” তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।