বাতুলতা


হরহামেশাই তুমি যেন ছুঁয়ে যাও আমায় !
এ বাতুলতা আমি রাখি কোথায় !
তোমার একটু অসুবিধেয় আজো
সারা গায়ে কাঁটা পড়ে যায় !
অস্থিরতা তাড়া করে!
হৃদয়ের কোণে চিনচিনে ব্যথা
অণুরনিত হয়!

নীলাম্বর !
আমি হয়ত আর মানুষ নেই !
মানুষেরা তো প্রতিশোধ পরায়ণ হয়!
অন্যায়ের জবাব দেয়
শোধ নিয়ে নেয় !
আমি কেন পারিনা ?
প্রেমে তো সেই কবেই ভাটা পড়ে গেছে !
ভালোবাসা টুকু তবে কেন রয়ে গেল
এ হৃদয় তটে?
বুকে জগদ্দল পাথর চাপিয়ে
কেন তোমার উপর আমি শোধ
নিতে পারিনা ?


কবিঃ তুহিন আফরোজ লাকী, জন্ম বাংলাদেশের উত্তর বঙ্গের ঠাকুরগাঁও শহরে। ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ করেছেন। লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। ইতোমধ্যে অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। সমধারা ম্যাগাজিনে নিয়মিত লেখেন। “পদাবলীর যাত্রা” নামে তার একটী যৌথ কাব্যগ্রন্থ ২০২০ এ প্রকাশিত হয়েছে।

মতামত দিনঃ